আজ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ || ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৪:১৭ পূর্বাহ্ন
বুধবার, ১৯ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে ইংলিশ অলিম্পিয়াড ২০২৪’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

Elias Kamal Babuইলিয়াস কামাল বাবু :::

সন্দ্বীপে এই প্রথমবারের মতো ইংলিশ অলিম্পিয়াড এর এমসিকিউ পদ্ধতিতে সম্পন্ন পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯ মার্চ সকাল ১১ টায় কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড এর আহবায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের ও সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর।

মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ইংলিশ অলিম্পিয়াড পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে সন্দ্বীপ আনন্দ পাঠশালার শিক্ষার্থী নাইমুল ইসলাম তামিম। তাকে ল্যাপটপ, সনদ, ক্রেস্ট ও আর্থিক সম্মাননা দেয়া হয়। সর্বমোট ৪৩ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া ইংলিশ অলিম্পিয়াড এর সাথে সম্পৃক্ত শিক্ষকমন্ডলীদেরকেও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারী পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে নতুন ধারার এ ইংলিশ অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হয়।