ইলিয়াস কামাল বাবু ::
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক রফী উদ্দীন ফয়সালের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ১৭ মার্চ এ ইফতার মাহফিল আবুল কাসেম হায়দার মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
রফী উদ্দীন ফয়সালের সভাপতিত্বে সন্দ্বীপ উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলার আহবায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, উপজেলা বিএনপির সদস্য ফাহাদ উদ্দীন জন, নাজিম কমিশনার প্রমুখ।
ইফতার মাহফিলে বক্তারা সন্দ্বীপ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহবায়ক এহসানুল তালুকদার রিপন সহ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
।