বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত, খ্যাতনামা শ্রমিক নেতা, বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান’র সহধর্মিণী, খ্যাতিমান সাংবাদিক ও বিশিষ্ট ছড়াকার অনিক খানের মা এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাবেক জেনারেল ম্যানেজার অলিফা আকতার কান্তা ইসলামের মৃত্যুতে লেফটেন্যান্ট জেনারেল ড. চৌধুরী হাসান সরওয়ার্দী বীরবিক্রম (অব.) গভীর শোক প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া শোক বিবৃতিতে লে. জে. ড. চৌধুরী হাসান সরওয়ার্দী বীরবিক্রম (অব.) লিখেন- “আমার সাথে জনাব নজরুল ইসলাম খানের জেল জীবনের কিছু মধুর স্মৃতি আছে। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। - আমিন
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার কান্তা ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ৭০ বছর বয়সী অলিফা আকতার দীর্ঘ দিন থেকে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।