আজ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ || ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ সোমবার, ০৪:৩৩ অপরাহ্ন
শনিবার, ০৮ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ এসোসিয়েশনের ইফতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমবিএ এসোসিয়েশনের খতমে কোরআন, দোয়া মাহফিল ও কৃতী সন্তানদেরকে সংবর্ধনা অনুষ্ঠান গত ৭ মার্চ ২০২৫ শুক্রবার চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সাবেক চবিয়ানদের কৃতি সন্তান যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও প্রাইজবন্ড দেওয়া হয়।

মোহাম্মদ মাঈন উদ্দিনের সঞ্চালনায় ও আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর নসরুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর নসরুল কাদের বলেন, অনুষ্ঠানে এসে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এ ধরনের মিলন মেলার ফলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে। এছাড়াও এই সংগঠন বিভিন্ন সমাজ সেবাইও অবদান রাখছে। আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক  আহামেদ সালাউদ্দিন,  সিনিয়র সহ সভাপতি  আ ন ম ওয়াজেদ আলী, ইসি মেম্বার ওবায়দুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক মোতাছেম বিল্লাহ হাসান মাহমুদ, আসাদ জামান, এডভোকেট তসলিমুল আলম প্রমুখ।

সাবেক চবিয়ানদের অংশ গ্রহণে মুখরিত হয়ে উঠে ইফতার মাহফিল ও চট্টগ্রাম ঐতিহাসিক মেজবান। এক কথায় এটি মিলন মেলায় পরিণত হয়।