বাদল রায় স্বাধীন (সোনালী সন্দ্বীপ) ::
সামাজিক সংগঠন আলোকায়নের উদ্যোগে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস(BITID) এর পরিচালক, সন্দ্বীপের কৃতি সন্তান ও খ্যাতিমান চিকিৎসক ডাঃ সাখাওয়াত উল্যাহ মাসুকের শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি, সোমবার মগধরা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে উক্ত শোক ও স্মরণ সভা।
শুরুতে মোঃ নুরুজ্জামানের কুরআন তেলাওয়াত ও আসাদুজ্জামান জাহিদের সঞ্চালনায় উক্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন মগধরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দিদার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন আলোকায়নের সভাপতি শরীফ মোঃ শাহজাদা। স্কুলের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জিল্লুর রহমান জিতু। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার মামা সিউরসেল ডায়াগনস্টিক সেন্টারের একাউন্টিং অফিসার একেএম মনসুরুল আলম ও মামাতো ভাই ডাঃ জামীল মনসুর।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ডাঃ ফজলুল করিম, মগধরা স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মাস্টার আবুল কাশেম, মগধরা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মাস্টার বিমল চন্দ্র দাশ, মাস্টার শামসুল আকতার, প্রভাষক রাকিবুল মাওলা, প্রভাষক মনজুরুল আলম, মাঈটভাঙ্গা ইউপি সদস্য ইঞ্জিনিয়ার আবুল কাশেম হায়দার, মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সন্দ্বীপ জাসাস সেক্রেটারি সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম কাঞ্চন, ফসিহুল আলম জিসান প্রমুখ।
এতে আলোকায়নের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাঈম খাঁন, আল আমিন সিফাত, মাজিদুর রহমান নিহাদ, মেহেদী হাসান মুন্না, ওমর হায়দার, মুনজেরুল আলম নাদিম, ইব্রাহিম বাবন সহ অনেকে। এর পাশাপাশি ডাঃ সাখাওয়াতের অসংখ্য রোগী ও শুভাকাঙ্ক্ষীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বক্তব্যে বক্তারা বলেন- ডাক্তার সাখাওয়াত উল্যা মাসুক একজন মানবিক ডাক্তার ও মানবিক মানুষ ছিলেন আমরা স্রষ্টার দরবারে দোয়া করছি ওনাকে বেহেস্তবাসী করুন।
স্মরণসভার সভাপতি অধ্যক্ষ দিদার হোসেন শিক্ষার্থীদেরকে ডাঃ সাখাওয়াত উল্যাহ'র মতো মানবিক ও যোগ্যতাসম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।