আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০১:৫৭ অপরাহ্ন
শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপবাসীদের সেবা ও সন্দ্বীপে উন্নয়নধর্মী কাজ করার প্রত্যাশা চৌধুরী হাসান সারওয়ার্দী’র

ইলিয়াস কামাল বাবু (সোনালী সন্দ্বীপ) ::  সন্দ্বীপের সন্তান  বাংলাদেশ  সেনাবাহিনীর সাবেক উচ্চ পদস্ত কর্মকর্তা লে: জেনারেল (অব:) ড.চৌধুরী হাসান সারওয়ার্দী সস্ত্রীক সন্দ্বীপ আগমন করেন। এ উপলক্ষে ১৮ জানুয়ারি, দুপুর ১২ টায় সন্দ্বীপ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে সন্দ্বীপে কর্মরত সাংবাদিক ও অন্যান্য সেবাধর্মী সংগঠনের নেতৃবৃন্দের সাথে তারা এক অনির্ধারিত বৈঠকে মিলিত হন।

এ সময় উপস্থিত সকলের পরিচয়পর্ব শেষে চৌধুরী হাসান সারওয়ার্দী তার জন্মবৃত্তান্ত ও কর্মজীবনের একটি সংক্ষিপ্ত পরিচিতিপত্র সকলের হাতে প্রদান করে তার বক্তব্যে বলেন - তিনি সন্দ্বীপেরই সন্তান। তার পিতৃকুল ও মাতৃকুল সন্দ্বীপের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী পরিবার।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাবস্থপনা বিভাগে অনার্সে পাঠরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর ২য় লং কোর্সে যোগদান করায় মাতৃভূমি সন্দ্বীপের সাথে তার দীর্ঘকাল যোগাযোগ কম ছিলো।

তবে ঢাকাকেন্দ্রীক সন্দ্বীপবাসী ও তাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে সুসম্পর্ক ও যোগাযোগ অব্যাহত ছিলো। বিশেষ করে সন্দ্বীপের ৬০ মৌজা উদ্ধারে তার প্রত্যক্ষ তৎপরতা ছিলো।

সেনাবাহিনীতে কর্মরত থাকাবস্থায় গ্রাজুয়েশন লাভ করার পর, এলএলবি,ডিফেন্স স্টাডি,স্ট্র্যাটিজিক ও সিকিউরিটি স্টাডি,রাস্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি, এম.ফিল এবং উন্নয়ন অর্থনীতিতে তিনি আঞ্চলিক সহযোগিতা বিষয়ে গবেষণা ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাস দমনে সফল অভিযান ও বীরত্বের খেতাব হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করেন।

এ ছাড়া সেনাবাহিনীতে অনন্য কৃতিত্বের জন্য এসবিপি,ওএসপি,বিএসপি,এনডিসি পদকেও ভূষিত হন। বিশেষ করে ঢাকার রানা প্লাজা দূর্ঘটনায় তার অনন্য কৃতিত্ব ও সর্বোচ্চ পেশাদারী সেবার জন্য সারা বাংলাদেশে তার সুনাম ও ব্যাপক পরিচিতি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। তিনি সে সময় ঢাকার অদূরে সাভার ক্যান্টনমেন্টের জিওসি ছিলেন।

পরে উপস্থিত সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন- যেহেতু তিনি এখন অবসরে আছেন এবং সরকারের উচ্চ পর্যায়ে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তাই তিনি সন্দ্বীপবাসীদের সেবায় নিয়োজিত হতে এসেছেন এবং সন্দ্বীপে উন্নয়নধর্মী কাজ শুরু করবেন, সে লক্ষেই তিনি তার সহধর্মিণী বিশিষ্ট এনজিও ও মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ব্রাউনিয়াকে সাথে করে নিয়ে এসেছেন। তাদের "বাংলাদেশ স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন " নামে একটি সামাজিক সংগঠন রয়েছে।

১৯ জানুয়ারি,বাউরিয়া গোলাম খালেক একাডেমিতে কিশোরীদের অংশগহনের মধ্য দিয়ে সন্দ্বীপে এ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং পর্যায়ক্রমে সারা সন্দ্বীপের কিশোরীদের " বাংলাদেশ স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের " আওতায় আনা হবে বলে ফারজানা ব্রাউনিয়া তার বক্তব্যে উল্লেখ করেন।এটি একটি জাতীয় এনজিও বলেও তিনি উল্লেখ করেন।

সবশেষে জেনারেল সারওয়ার্দী বলেন- তিনি বিগত পতিত স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন শুধুমাত্র বিএনপির রাজনীতির ঘরনার ছিলেন বলে।

তিনি অনেক সমস্যার সন্দ্বীপের উন্নয়ন ঘটাতে সন্দ্বীপকে সন্ত্রাসমুক্ত,মাদকমুক্ত,চাঁদাবাজিমুক্ত ও রাজনৈতিক বিভাজনমুক্ত দেখতে চান এবং দীর্ঘদিনের জনদাবী অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচনে জনগনের ভীতি ও প্রভাবমুক্ত ভোটাধিকার প্রতিষ্ঠায় সন্দ্বীপবাসীদের প্রতি উদাত্ত আহবান জানান।