মোবারক হোসেন ভূঁইয়া II
তায়েফ হজ্ব ট্রাভেলস্ এর উদ্বোধন অনুষ্ঠান গত ২৬ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭টায়, চট্টগ্রাম নগরির হালিশহর নয়াবাজারস্থ তায়েফ রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
ইছা মোহাম্মদ ও রিয়াজ তুনহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তায়েফ হজ্ব ট্রভেলস্ এর সিওও মোহাম্মদ সিরাজ উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন তায়েফ হজ্ব ট্রাভেলস সিইও মোহাম্মদ এরফান লিটন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন -তায়েফ হজ্ব ট্রাভেলস্ এর চেয়ারম্যান শেখ রাইহান উদ্দিন মাদানি। এই সময় তিনি বলেন- আমরা তায়েফ হজ্ব ট্রাভেলস এর মাধ্যমে হজ্ব ওমরাহ্ কার্যক্রম শুরু করছি, যাতে আপনারা এই কাফেলার মাধ্যমে সঠিক সুন্নাহ ও আরকাম আহাকাম সহকারে ওমরা ও হজ্ব পালন করতে পারেন। আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সর্বোত্তমভাবে চেষ্টা করব। আমাদের কথা এবং কাজে মিল পাবেন ইনশাল্লাহ। আমরা এটাকে ব্যবসা মনে করি না, এই সেবাকে এবাদত মনে করে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাটোয়ারী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ পাটোয়ারী, জেএমজে এন্টারপ্রাইজ এর শাহ জাবেদ আহমেদ, কেয়া এন্টারপ্রাইজ হজ্ব ওমরাহ কাফেলার ইনচার্জ প্রফেসর ক্বাজি মুহাম্মদ ছাদেকুল ইছলাম, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী নাসিম হায়দার, পিসি রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা। ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম মারুফ পাটোয়ারী অত্র প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। আরো উপস্থিত ছিলেন হাফেজ শামসুল মাওলা শরিফ প্রমূখ।