আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ || ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ রবিবার, ০৯:২১ পূর্বাহ্ন
রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮   |   sonalisandwip.com
রুবেল আপনাদের কি ক্ষতি করেছিল?

মো: জাবেদ

নেতাদের নষ্টামি,,,,,
রুবেল আপনাদের কি ক্ষতি করেছিল??
কেন তাকে বলির পাঠাঁ বানালেন?
রুবেল তো আমাদের সন্তোষপুরের অহংকার। সে উপজেলা ফুটবল টিমের কোচ এবং এই সময়ের সেরা ফুটবলার।  
মাদকের থাবা থেকে দূরে রাখতে রুবেল এবং এক ঝাঁক তরুণ মিলে গড়ে তুলেছে 'ইউনিটি ফ্রেন্ডস ক্লাব' নামের একটি সংঘটন।
রুবেলের প্রশিক্ষনে সন্দ্বীপের শত শত ফুটবলার তৈরি হচ্ছে।
কেন ধ্বংস করে দিতে চাচ্ছেন আপনারা??
#সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু অনুসন্ধান করুন। আসল তথ্য পেয়ে যাবেন।
#শুধু নামের মিল থাকলেই সে আসামী হয় না।
#আমাদের ছোট ভাই রুবেলের শর্তহীন মুক্তি চাই।