
পূর্ব নাছিরাবাদ মৌজার বি.এস ১৫৫২ দাগের মালিক ইদ্রিস মিয়া এর পুত্র মোঃ সিরাজুদ্দৌলা ইদ্রিস তাহার প্রাপ্ত অংশ বিগত ১৫/১০/২০১৯ ইংরেজী তারিখে রেজিস্ট্রীকৃত ১২৮৫৫নং অপ্রত্যাহারযোগ্য আমমোক্তারনামা মূলে এস এম খোরশেদ উল্লাহ রজারীকে বেচা-বিক্রী, হস্তান্তর ইত্যাদি কার্য সম্পাদন করার জন্য আমমোক্তার নিযুক্ত করেন।
উক্ত আমমোক্তারনামা মূলে বিগত ২৭/১১/২০১৯ ইংরেজী তারিখের রেজিস্ট্রীকৃত ১৫১০৬নং বায়নানামা রেজিস্ট্রী হয়। উক্ত বায়নানামার ধারাবাহিকতায় বায়নানামা নবায়ন করতঃ সর্বশেষ বিগত ২৫/০২/২০২৫ ইংরেজী তারিখের রেজিস্ট্রীকৃত ২৭৩৪নং কবলামূলে আমি মোঃ মুসলিম রুবেলকে বিক্রয় করিয়া দখল হস্তান্তর করেন।
উক্ত মতে আমি খরিদা সম্পত্তিতে নিজস্ব অফিস নির্মাণে ভোগ দখলে স্থিত আছি। কিন্তু মোঃ সিরাজউদ্দৌলা ইদ্রিস ও তৎ মাতা বেগম হোসনারা ইদ্রিস যোগসাজশক্রমে প্রতারণার মাধ্যমে পণশূণ্য হেবানামা নামক কাগজি দলিল সৃজন করিয়া আমি মোঃ মুসলিম রুবেলকে বিভিন্ন প্রকার হয়রানী করার ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছে।
কিন্তু ইদ্রিস মিয়ার অপরাপর ওয়ারিশ মোঃ হাবিব উল্লাহ ইদ্রিস ও বেগম হোসনে আরা ইদ্রিস আমার স্বত্ব দখলীয় সম্পত্তি হইতে আমাকে জোর পূর্বক উচ্ছেদ করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছে।
তাহারই ধারাবাহিকতায় উক্ত হাবিব উল্লাহ ইদ্রিস ও বেগম হোসনে আরা ইদ্রিস এর প্রত্যক্ষ মদদে বিগত ১৩/১২/২০২৫ ইংরেজী তারিখ ৮/১০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন লইয়া আমার কেয়ার টেকার ও তৎ পুত্রকে তুলিয়া নেওয়ার জন্য চেষ্টা করেন এবং বিভিন্ন খারাপ প্রকৃতির মহিলা দিয়া আমার অফিসে অশ্লীল ভাষায় গালাগালি করতঃ প্রতিনিয়ত আমি ও আমার অফিসের লোকজনকে হেনস্তা করিতেছে।
সর্বশেষ বিগত ১৪/১২/২০২৫ ইংরেজী তারিখ আমার বিরুদ্ধে সম্পূর্ণ কু-উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকক সম্মেলন করিয়া ই-পেপার দৈনিক বিজয় পত্রিকায় "ঐতিহ্যবাহী সানসাইন গ্রামার স্কুলের ভূমি দখলের অভিযোগ ব্যবস্থা নিচ্ছে না পুলিশ" শিরোনামে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন সাংবাদিক সম্মেলন করিয়া মিথ্যা সংবাদ পরিবেশন করেন।
আমার খরিদা সম্পত্তিতে অবস্থিত অফিসেই আজ আপনাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করিতেছি। আপনারা দেখুন আমার অফিস তথা আমার খরিদা সম্পত্তির গেইট ও সানসাইন গ্রামার স্কুলের গেইট সম্পূর্ণ আলাদা হওয়ার বিষয় আপনারা সরজমিনে পরিদর্শন করিয়া রিপোর্ট প্রদান করিবেন। ইহাই আমার নিবেদন।