
আমার বিরুদ্ধে আজ গুটি কয়েক মেধাশূন্য, চরিত্রহীন, চরম দুর্নীতিবাজ ও প্রতারক চক্র এক অশুভ জোট বেঁধে উঠেপড়ে লেগেছে। তারা বিদ্বেষ ও হিংসার বিষে জর্জরিত হয়ে, যেন আদাজল খেয়ে, আমার অনিষ্ট সাধনের নেশায় উন্মত্ত হয়ে উঠেছে। অসত্যের জাল বুনে, প্রযুক্তির অপব্যবহার করে, একেবারে ঊর্ণনাভের জালের মতো মিথ্যার পর মিথ্যা ছড়িয়ে, তারা আমার সম্মান, সততা ও পবিত্র জীবনযাত্রাকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।
এই অপকৌশল তাদের নিজস্ব দুর্নীতি, অপকর্ম ও অপরাধের পাহাড়কে আড়াল করার ঘৃণ্য প্রয়াস ছাড়া আর কিছু নয়—যেন উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর প্রবল চেষ্টা। এই নষ্ট ও ভ্রষ্ট মানসিকতার লোকদের আমি মনুষ্য পদবাচ্য মনে করি না। এরা দেশ ও জাতির শত্রু, সমাজের কলঙ্ক, মানবতার পরজীবী। এদের কারণেই আজ পুলিশের এই করুণ অবস্থা।
এই দুর্নীতিগ্রস্ত অশুভ প্রজাতি সবসময় নিজের আখের গুছাতে ব্যস্ত থেকেছে—দেশে-বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। এদের মুখোশ যতদিন উন্মোচিত না হবে, ততদিন পুলিশের ভাবমূর্তির উন্নতি সম্ভব নয়; জনগণের হয়রানি ও ভোগান্তিও দূর হবে না। এরা অন্ধকারে বসবাসকারী সরীসৃপের মতো—সত্য, ন্যায় ও আলোর উপস্থিতিতেই এদের দেহে যেন জলাতঙ্কের জ্বর ওঠে।
আমি আমার মহান প্রভুর আসমাউল হুসনার কসম খেয়ে বলছি—আমার সমগ্র চাকরি জীবনে কখনো একবিন্দু অবৈধ, অন্যায় বা হারামের লেশমাত্র গ্রহণ করিনি। আমি কখনো কাউকে অন্যায়ভাবে ক্ষতি করিনি, বরং সব সময় মানুষ ও মানবতার কল্যাণে সমর্পিত থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি।
দুর্নীতিগ্রস্তদের মতো আমি কখনো লোভনীয় বা সুবিধাজনক পদে আসীন হইনি; আমাকে কখনো পুলিশ সুপার বা রেঞ্জ ডিআইজির মতো গুরুত্বপূর্ণ পদেও পদায়ন করা হয়নি। এমনকি প্রাপ্য প্রমোশনও সময়মতো পাইনি। কিন্তু এসব আমার মনোবল ভাঙতে পারেনি।
সাতাশ বছর আগে যখন আমি পুলিশের পবিত্র দায়িত্বে প্রবেশ করেছিলাম, তখন নিজের ভেতর থেকে উৎসারিত বোধে ন্যায়, সততা, শুদ্ধতা,পবিত্রতা ও মানবিকতার যে শপথ নিয়েছিলাম—আজও আমার মহান রবের অশেষ কৃপায় তা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। আমি সর্বদা চেয়েছি পুলিশকে স্বচ্ছ, জনমুখী ও ন্যায়নিষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—আল্লাহই আমার রব, তিনিই আমার একমাত্র ভরসা, আশ্রয় ও বিচারক।
আমি এই কথাগুলো বলছি আত্মপ্রচারের জন্য নয়, বরং আমার অন্তরের গভীর সত্য ও নিষ্কলুষ উপলব্ধি থেকে।
হে আল্লাহ, আপনি সাক্ষী! আপনি আমার অন্তর জানেন। আপনি সত্যকে উন্মোচিত করুন, মিথ্যাকে পরাজিত করুন, আমাকে ক্ষমা করুন এবং সৎ ও তাকওয়াবানদের সম্মান ও মর্যাদা রক্ষা করুন।
আমিন, ইয়া রাব্বি, ইয়া রাহমান, ইয়া জালজালালি ওয়া ইকরাম।
# লেখাটি ডিআইজি কাজী জিয়া উদ্দিন’র ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া