
চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের তরুণ সমাজকর্মী ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫”-এর জন্য মনোনীত হয়েছেন। কর্তৃপক্ষ ইতোমধ্যে তাঁর এই মনোনয়ন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
দিদারুল ইকবাল (S21DAL) দেশ-বিদেশের বিভিন্ন রেডিও অনুষ্ঠান থেকে পাওয়া তথ্য ও অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে ১৯৯৭ সাল থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের মাধ্যমে গ্রামগঞ্জ, দুর্গম এলাকা, শহর-বন্দর, বস্তী সর্বস্তরের জনপদে বসবাসরত হতদরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণসচেতনতা, উন্নয়নমূলক তথ্য ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি, সরকারি ও বেসরকারি সেবা, জীবনঘনিষ্ঠ যাবতীয় তথ্য তুলে ধরে সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
ক্লাব থেকে বেতারের তথ্য সমাজে সরবরাহের মাধ্যমে সমাজকে সচেতন ও ইতিবাচক সামাজিক পরিবর্তন করে ঐ শক্তিকে সম্পদে রূপান্তর করতেই দিদারুল ইকবাল (S21DAL) নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর এই নিরবচ্ছিন্ন অবদানকে বিবেচনায় এনে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে তাঁকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।
দিদারুল ইকবাল (S21DAL) প্রতি বছর সমাজে জনসচেতনতা বৃদ্ধিতে যৌতুক প্রথা বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, কুসংস্কার, মানুষকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত করা, মাদক প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা, আবহাওয়া-জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, বজ্রপাত, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, সমাজে সুশাসন প্রতিষ্ঠা এবং আইন মেনে চলতে মানুষকে উৎসাহিত করা সহ নির্দিষ্ট বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা, উঠান বৈঠক, কর্মশালা, প্রদর্শনী, প্রচারপত্র বিতরণ এবং প্রচারণার মাধ্যমে তথ্য ছড়িয়ে দিয়ে যাচ্ছেন।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, প্রতিবন্ধীদের সহায়তা, খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য ক্যাম্প ও উপকরণ বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আইসিটি, শিক্ষা ও শিক্ষা সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, রেডিও সেট বিতরণ, বিনোদন, খেলাধূলা ইত্যাদি সামাজিক বিষয় নিয়ে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের মাধ্যমে দিদারুল ইকবাল (S21DAL)’র নেয়া পদক্ষেপ গুলো সাহসী, চ্যালেঞ্জিং ও সময়োপযোগী হওয়ায় ইতিমধ্যে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং তিনি বাংলাদেশ বেতার ছাড়াও রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া, চীন আন্তর্জাতিক বেতার, রেডিও ভেরিতাস এশিয়া ফিলিপাইন, আউটরিচ ভারত থেকে একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।
বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অনুকরণীয় অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ কতৃক প্রতি বছর "শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড" প্রদান করা হয়। পুরস্কারটির নামকরণ করা হয়েছে বাংলাদেশের মহান নেতা আবুল কাশেম ফজলুল হক (শেরে বাংলা) এর নামে, যিনি জনগণের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। এই মনোনয়ন স্থানীয় ও জাতীয় পর্যায়ে তরুণ সমাজের মাঝে নতুন উদ্দীপনা যোগাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আজ শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে আয়োজিত অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ. কে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান করা হবে।
শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান এবং শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খান, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, এক্স-ফোর্সেস এসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.), এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন এবং ডিসিআই ঢাকার নির্বাহী পরিচালক ফখরুল ফেরদৌস।