আজ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ || ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৬:২৬ অপরাহ্ন
মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপের সন্তান প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক মুসলিম উদ্দিন পিন্টু

মাষ্টার মুসলিম উদ্দিন পিন্টু
কর্নেলহাট সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক মাষ্টার মুসলিম উদ্দিন পিন্টু।  

এক পলকে মাষ্টার মুসলিম উদ্দিন পিন্টু-
 মাষ্টার মুসলিম উদ্দিন পিন্টু বাউরিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড মিয়াজান হাজীর বাড়িতে ১৯৮১ সালের ২০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা-সাবেক মেম্বার মোজাফফর আহমদ সওদাগর প্রকাশ মজু মেম্বার, মাতা- নূর জাহান বেগম, সহধর্মিণী-রাজিয়া সুলতানা লাভলী। পিতা- মাতার ০৯ সন্তানের মধ্যে তিনি অষ্টম। তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত গ্রাম সরকারের সদস্য ছিলেন এবং দোজানগর এলাকায় তৎকালীন একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন।

পড়ালেখা- মুসলিম উদ্দিন পিন্টু বাউরিয়া জি কে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯০ সালে প্রাথমিক, বাউরিয়া জি কে একাডেমি থেকে ১৯৯৬ সালে এসএসসি, সীতাকুণ্ড ডিগ্রী কলেজ থেকে ১৯৯৮ সালে এইচএসসি, সিটি কলেজ,  চট্টগ্রাম থেকে ২০০০ সালে বিকম এবং  সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে ২০০৬ সালে এমকম মাস্টার্স সম্পন্ন করেন।

শিক্ষকতা পেশায় যোগদান-
তিনি চট্টগ্রাম ইউনাইটেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে ২০১৫ সালে জুনিয়র শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতনে সিনিয়র শিক্ষক হিসেবে যোগ দেন ২০১৮ সালে।

সামাজিক সংগঠনে সম্পৃক্ততা বর্তমান-
০১.প্রতিষ্ঠাতা সভাপতি, মোজাফফর আহমদ মেম্বার ফাউন্ডেশন, দোজানগর, বাউরিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম।
০২.সাংগঠনিক সম্পাদক, সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম। 
০৩.সহ সাংগঠনিক সম্পাদক, সন্দ্বীপ ফাউন্ডেশন, আকবরশাহ, চট্টগ্রাম।

সামাজিক সংগঠনে সম্পৃক্ততা সাবেক-
০১.সাবেক সভাপতি, চাঁদেরহাট জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন, আলকরণ, চট্টগ্রাম। 

আজীবন সদস্য-
০১.সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম। 
০২.সন্দ্বীপ ফাউন্ডেশন, আকবরশাহ,  চট্টগ্রাম।

বর্তমান বসবাস-
স্বপ্নীল কটেজ, ১২৩ পূর্ব ফিরোজশাহ, আকবরশাহ  চট্টগ্রাম।

ব্যক্তিগত জীবন-
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের পিতা। বড় ছেলে মোঃ মুনতাসির উদ্দিন আহিন ফিরোজশাহ কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণিতে, মেঝ ছেলে মোঃ মেজবাহ উদ্দিন আনাসের বয়স ০৫ বছর, মেয়ে নামিরা সুলতানা আনিসার বয়স মাত্র ১৪ মাস।

ফোন ও হোয়াটসঅ্যাপ: ০১৮৭১-৩৯২৩৬২