মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ) এর গুনীজন সম্মাননা পেলেন সন্দ্বীপের সন্তান কবি, প্রাবন্ধিক ও আবৃত্তি শিল্পী এনায়েত হোসাইন পলাশ
আবদুল হান্নান হীরা ::
মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ)-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত
২৭ সেপ্টেম্বর, শনিবার পালিত হলো সংগঠনটির ২০তম
প্রতিষ্ঠাবার্ষিকী, গুণিজন সম্মাননা ও শরৎ সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বরেণ্য গুণিজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজাফ সভাপতি সাঈদ মাহমুদ। এসময় আজীবন সম্মাননা প্রদান করা হয় একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ, অভিনেত্রী দিলারা জামান, শক্তিমান অভিনেতা আলী রাজ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজিব পরদেশীকে।
বিশেষ জুরি বোর্ড অ্যাওয়ার্ডে সম্মানিত হন সুপার হিরো ডিএ তায়েব, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, আঁখি আলমগীর, শফি মন্ডল, পিয়াল হাসান, অভিনয় শিল্পী সাদিয়া মীর্জা, কবি, প্রাবন্ধিক ও আবৃত্তি
শিল্পী এনায়েত হোসাইন পলাশ, সানাইয়া চৌধুরী, বিশিষ্ট সংগঠক তসলিম হাসান হৃদয়, মুন্না খানসহ সাংস্কৃতিক ও মিডিয়া অঙ্গনের একাধিক কর্মী। বিশেষ ফ্যাশন ডিজাইনার হিসেবে পুরস্কার পান এডলফ খাঁন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির
মহাপরিচালক কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন, সাবেক জাসাস সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী এবং বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সালাম মাহমুদ।
শরৎ সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে সঙ্গীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানের শেষে সভাপতি সাঈদ মাহমুদ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।