টিংকু দাশ স্মৃতি সংসদের উদ্যোগে ছাত্রনেতা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) স্বর্গীয় টিংকু দাশের পরিবারকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা উপহার তুলে দেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি, আহ্বায়ক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন।
এসময় স্বর্গীয় টিংকু দাশের স্ত্রী পলি দত্ত ও একমাত্র সন্তান মোহন দাশের কাছে উপহার তুলে দিয়ে ডা: শাহাদাত বলেন, "টিংকু দাশের স্মৃতি এখনো আমাদের হৃদয়ে গেঁথে আছে। অসামান্য নেতৃত্ব গুণের অধিকারী বারবার কারানির্যাতিত ও গুম ফেরত নেতা টিংকু দাশের অভাব অপূরনীয়। স্বৈরাচারী সরকারের পতনের পর যখন সবাই মোটামুটি স্বস্তিতে বাস করতে পারছে তখন তৎকালীন সময়ে গুম গ্রেফতার ও নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও সাংগঠনিকভাবে সবসময়ই বিএনপিকে ধারণ করা আমাদের টিংকু দাশকে খুব মনে পড়ে"।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নগর যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহিন হায়াত, আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও যুব সংগঠক রাসুদুল ইসলাম রাসুদ, মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খাঁন সারাত, সাবেক ছাত্রনেতা জুয়েল মজুমদার, মো: জেবিন,মো: অনিক, মো: ইয়ায়কুব,নূর ই ইলাহি, সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।
।