আজ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ || ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৬:২৮ অপরাহ্ন
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপের বাউরিয়া ইউপির সাবেক সদস্য বদরুল আনোয়ার শাহীন ইন্তেকাল করেছেন। সোনালী মিডিয়া পরিবারের পক্ষ থেকে শোক ও সমবেদনা

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের কলৈর গো বাড়ীর বদরুল আনোয়ার শাহীন (শাহীন মেম্বার) ২৮ আগস্ট বৃহস্পতিবার ভোর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

বদরুল আনোয়ার শাহীন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুল আনোয়ার রায়হানের বড় ভাই। মরহুম শাহীন মেম্বার বাউরিয়া ইউনিয়নে দুই মেয়াদে ইউপি মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন।

ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় অঙ্গনসহ ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে সকলের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। ছাত্র জীবনে তিনি সন্তোষপুর মাদ্রাসা এবং পরবর্তীতে বাউরিয়া জিকে একাডেমীতে পড়ালেখা করেন।

দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। এর আগে তিনি ক্যান্সারের চিকিৎসা করে সুস্থ হয়েছিলেন। বৃহস্পতিবার বাদ আসর মরহুমের নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শোক ও সমবেদনা :: সন্দ্বীপের বাউরিয়া ইউপির সাবেক সদস্য বদরুল আনোয়ার শাহীনের প্রকাশ শাহীন মেম্বারের ইন্তেকালে সোনালী মিডিয়া পরিবারের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।