আজ শুক্রবার, ০৯ জানুয়ারী, ২০২৬ || ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০১:৪৬ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী, ২০২৬   |   sonalisandwip.com
কর্মজীবির ঘরে ফেরা : মোহম্মদ মোস্তাক-ই-এলাহী

কবিতা : কর্মজীবির ঘরে ফেরা
 রচনা : মোহম্মদ মোস্তাক-ই-এলাহী
     (তৌফিক/লিংকন)
      চট্টগ্রাম,০৩:০৯:২০২০
-------------------------------------------------
পেটের দায়ে রিক্সা টেনে যায় যদি যাক জাত,
শ্রম-ঘামে জুটে আহার পাতিনিকো হাত,
সমাজ-সংসার তাকিয়ে কেবল নিন্দার ঝড় তোলে,
নারী এখন কর্মজীবী-নিজের আয়ে চলে,
কর্মজীবী নারী দেখলে পুরুষ দৃষ্টি লোলুপ(Eager-উদগ্র বাসনা),
আমরা তখন নারীরা সব লজ্জায় মুখে
কলুপ(Stop talking),
নারীবাদী,জোতদারেরা কেবল তাকিয়েই পেরেশান,
ক্ষুন্নি-বৃত্তির রসদ পাবার, হয়না সংস্হান,
আমরা কেবল গিনিপিগ---ঋণ সাহায্যের পণ্য,
অর্থ আসে বিদেশ হতে লুটেছেটে ধন্য,
নীতির বাণী নেতার মুখে আমরা হা-ভাতে,
চোখ বুজে সব সহে তবে রাস্তায় খালি হাতে,
কাজ সেরে খাবার হাতে রাতে ফিরে
বাসায়,
সন্তানেরা ক্ষুূধায় কাতর খাবার জুটবে
আশায়,
পুরুষ নাকি দিনের অরুণ,নারী রাতের চাঁদ,
ইয়ে বিয়ে,সংসার সমাজ ভোগ বিলাসের ফাঁদ,
রাত গভীরে খোকা আমার ক্ষুধায়
ছটফট কান্নায়,
তখন তোমরা বাবারা সব ঘুমের স্বপ্নীল তামান্নায়,
জেগে থেকে মায়েরা সব বাড়ায় দুধের
আহার,
সুযোগ পেলে অনেক বাবা-ই লুকিয়ে বিয়ের বাহার,
কেষ্ট মোদের,দুঃখ ও আবার--চোখ বুজে সব কষ্ট,
সুজন-স্বজন সমাজ-সংসার কেন তবে রুষ্ট ???
ছিঃ,স্বজন,ছিঃপড়শী,সমাজ তোমায় ধিক,
আহার দেবার মুরোদ নেই,গীবত রটাও ঠিক,
চেনা জানা স্বজনেরা যে যাই বলুক সবে,
এ লড়াইয়ে জিতে-ই কেবল গৃহে ফিরব তবে