
জুয়েল আফছার রায়হান II
বাংলাদেশে কারিগরি শিক্ষার দুটো ধারাঃ ভোকেশনাল শিক্ষা (বহুমুখী শিক্ষা) এবং পলিটেকনিক (টেকনিক্যাল শিক্ষা) ।
*ভোকেশনাল ধারায়-
১. বেসিক ট্রেড: বিভিন্ন মেয়াদে কোর্স গুলো
২.SSC(voc):নবম -দশম শ্রেনী
৩. HSC(voc),HSC(BM)কোর্স-একাদাশ-দ্বাদশ
*ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং - পলিটেকনিক টেকনিক্যাল ধারার।
দেশের মানব সম্পদকে দেশ ও বিশ্ববাজারের চাহিদা মাফিক গুণগত মান সম্পন্ন দক্ষ করে গড়ে তোলার জন্য কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যাক্তিদের।
পৃথিবীর উন্নত দেশ সমুহে কারিগরি শিক্ষার ধারার প্রতি বিশেষ জোর দেয়া । দেশে এখন প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কোন ধারার কারিগরি শিক্ষাক্রম কারিগরি শিক্ষা সম্পৃক্ততা করার পরিকল্পনা করছে সরকার ইতিমধ্যে কারিগরি শিক্ষা গ্রহনের হার শতকরা ৫০% বৃদ্ধি জন্য কাজ করছে । । ।
কেন আপনি কারিগরি শিক্ষা গ্রহণ করবেন :
কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি: কারিগরি শিক্ষা বাস্তবভিত্তিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করে, যা সরাসরি কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায়।
.উদ্যোক্তা হওয়ার সুযোগ: কারিগরি জ্ঞান ব্যবহার করে নিজস্ব ব্যবসা বা স্টার্টআপ শুরু করা যায়।
চাকরির সুযোগ বৃদ্ধি: প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা থাকলে চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়।
. উন্নত জীবনযাত্রা: প্রযুক্তিগত দক্ষতা থাকলে উচ্চ বেতনের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে, যা জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে।
প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য: আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কারিগরি শিক্ষা অপরিহার্য।
গ্লোবাল কাজের সুযোগ: কারিগরি দক্ষতা অর্জন করলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক চাকরির বাজারেও সুযোগ পাওয়া যায়।
কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করুন
দক্ষতা অর্জন করুন!
আপনি জানেন কি এখন থেকে আপনি চাইলে চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপে থেকে সরকারী ও বেসরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন!!!
তাহলে এখনি যোগাযোগ করুন;
১. Sandwip Ttc (সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র)
ঠিকানা: উপজেলা কমপ্লেক্স, সন্দ্বীপ, চট্টগ্রাম
২. আহসান জামিল টেকনিক্যাল সেন্টার (বেসরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র)
ঠিকানা: এমপি ওবায়দুল হক সড়ক,সন্তোষপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম
৩. বদরশাহ-ইনস্টিটিউট অব-সায়েন্স এন্ড-টেকনোলজি (সন্দ্বীপে প্রথম বেসরকারি পলিটেকনিকে ইষ্টিট্টিউটে ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র)
ঠিকানা: দক্ষিণ সন্দ্বীপ সারিকাইত, সন্দ্বীপ চট্টগ্রাম।
এছাড়াও স্কুল পর্যায়ে এস এস সি ভোকেশনাল ৯ম শ্রেনীতে পড়াশোনা চলছে!
১.সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় , দক্ষিণ সন্দ্বীপ শিবের হাট
২. বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়, মুছাপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম
৩.পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় বিদ্যালয়, এনামনাহার, সন্দ্বীপ , চট্টগ্রাম
৪. সেকান্দর সাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মগধরা, সন্দ্বীপ
লক্ষ্য একটা হতে হবে দক্ষ!
#দক্ষ_হোন
#বদলে_যাবে_জীবন
Better skills !
Better jobs !!
Better lives !!!
পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি ও কারিগরি শিক্ষা সংক্রান্ত তথ্য জানতে সার্বিক সহযোগিতা : সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস্ ফোরাম Sandwip Diplomain Engineeringsforum
সার্বিক সহযোগিতায়:
Md Zihad জিহাদ, শিক্ষার্থী, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও সভাপতি, সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট'স ফোরাম, ফোন:+880 1759-359149
Kamrul Raju রাজু, শিক্ষার্থী চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও সাধারণ সম্পাদক, সন্দ্বীপ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম, ফোন:+8801754122207
ধন্যবাদ জানাই সবাইকে
জুয়েল আফছার রায়হান
Mechanical engineer (QA& QC Department)
সৌদি আরব KSA aramco oil gas project plant
B.sc & Diploma in Mechanical engineering
BTEB & NSDA certificate Assessor (Welding & Plumbing)