আজ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ || ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ০৪:২৪ অপরাহ্ন
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শোক

বাংলাদেশের রাজনীতিতে অবিসংবাদিত নেতৃত্ব, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পরিবার গভীর ভাবে শোকাহত ও মর্মাহত।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম (S21MIR), ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম (মেহরাজ), প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল এবং ক্লাবের সকল ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও খালেদা জিয়ার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL) বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়।  যিনি একজন গৃহবধু থেকে দেশে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং সর্বোচ্চ আসন নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতাও হয়েছেন।  যিনি পাঁচটি করে আসনে তিনবার ও তিনটি আসনে একবার, মোট চারটি নির্বাচনে ১৮টি আসনে নির্বাচন করে সবকটিতেই জয়ী হয়েছেন, যিনি কখনোই নির্বাচনে পরাজিত হননি যা দেশের ইতিহাসে বিরল।  দীর্ঘ রাজনৈতিক লড়াই, প্রতিকূলতা ও কঠিন চ্যালেঞ্জের মধ্যেও খালেদা জিয়া ছিলেন, নীতি ও আদর্শের প্রতি অনড়।  তিনি দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকার এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কখনও আপস করেননি, বরং আধিপত্যবাদ ও বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন।  পতিত স্বৈরাচার এরশাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে তাঁর আদর্শিক ও আপোষহীন দৃঢ় অবস্থান, নেতৃত্ব ও লড়াই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।  দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ৬টায় ফজরের ঠিক পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।