আজ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ || ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার, ০১:১৭ অপরাহ্ন
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপে জামায়াতের অর্থায়নে মুছাপুরে সড়ক সংস্কার উদ্বোধন ও মত বিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার অর্থায়নে মুছাপুর ৮নং ওয়ার্ডের ওমেদ আলী মুন্সীর সড়ক সংস্কার করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- 'জনগণের চলাচলের সুবিধার্থে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আমরা শুধু সড়ক নয়, শিক্ষা, চিকিৎসা ও জনসেবার প্রতিটি ক্ষেত্রে মানুষের পাশে থেকে কাজ করব। জনগণের সহযোগিতা থাকলে এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নে ইতোমধ্যে আমরা রাস্তা সংস্কার করেছি, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি, চিকিৎসা বঞ্চিত জনগণের পাশে জামায়াতে ইসলামী দাঁড়িয়েছে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আরো বেশি কাজ করতে পারবে। সব সময় আপনাদের পাশে জামায়াতে ইসলামী থাকবে। '

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের।

সড়ক সংস্কার শুভ উদ্বোধন ও মত বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী এবং সঞ্চালনা করেন কামরুল হাসান।

এসময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, মান্যগণ্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

(প্রেস বিজ্ঞপ্তি)