বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি জনাব মোহাম্মদ ছায়েদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'জনগণের সেবা করা আমাদের ঈমানি দায়িত্ব। ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করে সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা জামায়াতে ইসলামী সর্বদা চেষ্টা করে আসছে। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার রক্ষায় আমরা আপসহীন ভূমিকা পালন করব। '
তিনি আরও বলেন, 'গতকাল শিশু আল আমিনকে নৃশংসভাবে হত্যা করে আইয়ামে জাহেলিয়াতের পরিচয় দিয়েছে। এই খুনি মানুষের কাতারে পড়ে না, সে মানুষরূপী হায়েনা, বরং তার চেয়েও নিকৃষ্ট। কিছু লোক অর্থের প্রলোভন দেখিয়ে শিশু হত্যার বিচার থেকে জনগণকে বিমুখ করার চেষ্টা করছে। যারা খুনির পক্ষ হয়ে টাকার খেলা খেলছে, তাদের এই চক্রান্তের তীব্র নিন্দা জানাই।'
পথসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, এবং পেশাজীবী সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি এবং অসংখ্য সাধারণ মানুষ।