আজ রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ || ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ রবিবার, ০১:০৫ অপরাহ্ন
শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬   |   sonalisandwip.com
সামাজিক উন্নয়ন মূলক কাজে বিত্তশালীদের পৃষ্ঠপোষকতা করে এগিয়ে আসতো হবে- মোঃ আরিফ  হোসেন  

আবদুল হান্নান হীরা II

চট্টগ্রাম নগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ।  

গত ১৬ জানুয়ারী, শনিবার  সকাল ৬.৩০ মিনিট পাহাড়তলী  ওয়ার্ডস্হ ঐতিহাসিক শহীদ শাহজাহান মাঠ সংলগ্ন শহীদ ওয়াসিম পার্ক হতে শুরু হয় ১৩নং পাহাড়তলী ওয়ার্ড এর বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে ৪৮৮ জন দৌড়বিদ । ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড  স্বেচ্ছাসেবক সংগঠন এ আয়োজন করে। তরুণদের পাশাপাশি সাধারণ মানুষ ও ক্রীড়াপ্রেমীরাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে।

নিয়মিত দৌড় ও শরীরচর্চা মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক দৃঢ়তা বাড়ায়। সমাজে স্বাস্থ্য সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন সংগঠন এর  প্রধান  আলী আহমেদ  ভূইয়া স্বপন।  

দৌড় শেষে  পুরুষদের ২বিভাগে  ২জন চ্যাম্পিয়ন ১৪ জন রানার্স আপ মহিলা দের ১ বিভাগে ১ জন চ্যাম্পিয়ন  ও ৪ জন রানার্স আপ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ  এবং অংশগ্রহণকারী সকল দৌড়বিদকে উৎসাহ দিতে স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন  ১৩ নং পাহাড়তলী  ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর মোঃ মাহফুজুল আলম, তরুণ সমাজ সেবক এস এম লজিস্টিক এর চেয়ারম্যান মোঃ আরিফ  হোসেন ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সমাজসেবক ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত থেকে আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করে আরো বলেন, সামাজিক উন্নয়ন মূলক  কাজে বিত্তশালীদের পৃষ্ঠপোষকতা করে এগিয়ে আসতে হবে।  
আয়োজক কমিটির মতে এ ধরনের দৌড় প্রতিযোগিতা যুবসমাজকে সুস্থ জীবনধারায় অভ্যস্ত করতে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।