বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা এ এস এম হালিম উল্লাহর শ্বশুর, বীর মুক্তিযোদ্ধা হাজী সুজা-উদ-দৌলা আজ দুপুর ১টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।
শোকবার্তায় জননেতা আলাউদ্দীন সিকদার বলেন,'মরহুম হাজী সুজা-উদ-দৌলা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর দেশপ্রেম, ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। '
তিনি আরও বলেন, 'আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি—আল্লাহ তায়ালা মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করুন। শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। ' -আমীন।