আজ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ || ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ শনিবার, ০১:৫০ অপরাহ্ন
শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫   |   sonalisandwip.com
বিএডিসির সাবেক কর্মকর্তা মরহুম আনসারুল হকের পুত্র জাকারিয়া মহিউদ্দিন শাহামের ইন্তেকাল

সন্দ্বীপের সনামধন্য ব্যক্তিত্ব বিএডিসির সাবেক কর্মকর্তা মরহুম আনসারুল হকের পুত্র, লন্ডন প্রবাসী বিশিষ্ট শল্যচিকিৎসক নিসার উদ্দিন মাহমুদের ভ্রাতা এমেরিকা প্রবাসী জাকারিয়া মহিউদ্দিন শাহম নিউইয়র্কের একটি হাসপাতালে গতকাল ইন্তেকাল করেছেন। "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।

এমেরিকা থেকে তার মরদেহ ১৯ অক্টোবর রোববার ঢাকায় এসে পৌঁছবে ইনশাআল্লাহ। রোববার বাদ আছর কাজীপাড়া জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হবে।

শোক ও সমবেদনা :  সোনালী সন্দ্বীপ ও www.sonalisandwip24.com  এর সম্পাদক ও প্রকাশক www.masjid.life এর ফাউন্ডার মেম্বার কাজী মিনহাজ উদ্দিন রুদবীর খালাতো ভাই এমেরিকা প্রবাসী জাকারিয়া মহিউদ্দিন শাহমের মৃত্যুতে সোনালী সন্দ্বীপ ও সোনালী মিডিয়া পরিবারের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।