চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার বলেছেন, 'জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে রুকনসহ সর্বস্তরের জনশক্তিকে আপোষহীন ভূমিকা রাখতে হবে। '
তিনি আজ ১৩ অক্টোবর ২০২৫, রবিবার বিকাল ৪টা ৩০ মিনিটে সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এ. এম. এম. রফিকুল মাওলা এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মোহাম্মদ ইউছুপ বিন আবু বকর। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জননেতা আলাউদ্দীন সিকদার বলেন, 'রুকনিয়াত কোনো পদ-পদবী নয়; এটি একটি মানের নাম। রুকনিয়াতের শপথের মাধ্যমে আমরা সমাজে সার্বিক শান্তি, রাষ্ট্রে ইনসাফ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করি। এ অঙ্গীকার আমাদের আমিত্ব থেকে মুক্ত করে আল্লাহর রাহে ও মানুষের কল্যাণে নিজেকে সোপর্দ করার শিক্ষা দেয়।'
'আজ সমাজে ন্যায়বিচারের অভাব, রাজনৈতিক প্রতিহিংসা, খুন, চিন্তা-চুরি ও ডাকাতির মতো অপরাধ সন্দ্বীপসহ দেশের বিভিন্ন প্রান্তে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ দমন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই একমাত্র বিকল্প।'
তিনি আরও বলেন, 'জুলাই সনদ ‘২৪ হলো বিপ্লবের রক্ষাকবচ। এটি কথামালার ফুলঝুড়ি নয়, বরং বাস্তব আইনী ভিত্তি পেতে হবে। আগামী নির্বাচন এ সনদের ভিত্তিতেই হতে হবে। দায়সারা গোছের প্রহসনের নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবে না।'
এই সম্মেলনে বক্তারা জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আন্দোলনকে তীব্র করার অঙ্গীকার ব্যক্ত করেন।