আবদুল হান্নান হীরা সোনালী সন্দ্বীপ) চট্টগ্রাম ::
নর্দান পাবলিক স্কুল এন্ড কলেজে “স্ক্রিন নয়, স্বপ্ন দেখো,মোবাইল আসক্তি থেকে বেরিয়ে এসো” শীর্ষক ফ্রি কর্মশালা গত ২০ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মাইন্ড ট্রেনিং এন্ড কনসালট এর ব্যবস্থাপনায় নগরীর বহদ্দারহাট চাদগাও আবাসিক এলাকাস্থ নর্দান পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে “স্ক্রিন নয়, স্বপ্ন দেখো, মোবাইল আসক্তি থেকে বেরিয়ে এসো” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে মূল প্রবন্ধ পাঠ করেন সাইকোলজিস্ট ও সাইকোলজিক্যাল কাউন্সিলর ড. মোঃ মোজাহেরুল আলম।
এতে বিশেষ প্রবন্ধ পাঠ করেন প্রসান্ত সিংহ নর্দান পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। সভাপতিত্ব করেন নর্দান পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালাল উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে নর্দন পাবলিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক স্বাস্থ্য বিষয়ক এ সেমিনারে অংশগ্রহণ করে। কর্মশালা শেষে প্রশ্ন উত্তর পর্বে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
পরিশেষে ২ শিক্ষার্থীকে মোবাইল আসক্তি হতে বেরিয়ে আসার জন্য কাউন্সিলিং করানো হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন গণমাধ্যম কর্মী আবদুল হান্নান হীরা, আবদুস সালাম রুবেল, নুর মোহাম্মদ রুবেল, সহকারী শিক্ষক মোহাম্মদ মাহফুজ, রফিকুল কাদের রোহেত, প্রেমা চৌধুরী, রাওফিয়া নুসরাত, সুস্মিতা বড়ুয়া প্রমুখ ।