আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ || ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ রবিবার, ০৯:১৭ পূর্বাহ্ন
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এনায়েতুর রহমান স্যার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এনায়েতুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল গত ১২ সেপ্টেম্বর শুক্রবার বাদ এ আছর হালিশহর নিউ বি ব্লক বায়তুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পাঠক ফোরাম চট্টগ্রাম শাখার সভাপতি কামরুল ইসলাম টিটু'র সঞ্চালনায় কেয়া হজ্ব কাফেলা হালিশহর শাখার ইনচার্জ মাওলানা মোহাম্মদ দোলোয়ার হোসাইন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী বাবুল ও জামসেদুর রহমান, বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি রফিকুল মাওলা নোয়াব, হালিশহর এল ব্লক ডে কেয়ার সায়েন্টিফিক স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল হালিম জাহাঙ্গীর, বাংলাদেশ কমার্স ব্যাংক জুবলী রোড শাখার সাবেক ম্যানেজার মোঃ আবুল কাসেম, বি ব্লক সন্দ্বীপ সোসাইটির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমদ, বি ব্লক ব্যবসায়ী কল্যান পরিষদের সাবেক সভাপতি এমদাদুল করিম সৈকত, মরহুমের জ্যেষ্ঠ ছেলে কেফায়েতুর রহমান লিটন, এডভোকেট মুহাম্মদ মোস্তফা, এডভোকেট জাহিদুর রহমান, মাকসুদের রহমান, মাস্টার মুসলিম উদ্দিন পিন্টু, মোঃ আবদুর রহিম, হুমায়ুন কবির, সাংবাদিক ইমদাদুল ইসলাম রুবেল, আবু ইউসুফ সন্দ্বীপী, প্রাবন্ধিক এম এ হাশেম আকাশ, সাংবাদিক সৈয়দ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, কবি মোহাম্মদ আলী মনসুর, সিভয়েস'র ষ্টাফ রিপোর্টার মাহমুদ হাসান প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন, হালিশহর নিউ বি ব্লক বায়তুন নূর জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা ফজলুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক, শেরপুর সরকারি কলেজ, রাঙামাটি সরকারি কলেজ ও কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এনায়েতুর রহমান ১৯৪৪ সালে সন্দ্বীপ উপজেলার সন্তোষপর ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং গত ০৮ সেপ্টেম্বর সোমবার বার্ধক্যজনিত রোগে চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লক নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ঐদিন হালিশহর বি ব্লক বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে দেশের এই কৃতি শিক্ষাবিদকে হালিশহর বি ব্লক কবরস্থানে দাফন করা হয়।