বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের বেতার বিষয়ক আলোচনা সভা ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল-এর ১১তম জন্মদিন পালন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সিলেট নগরীর শাহপরান বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)-এর সভাপতিত্বে আলোচনা সভা এবং আগামী প্রজন্মের বেতার শ্রোতা শিশু-কিশোর ও ক্লাবের অন্যান্য সদস্যদের নিয়ে কেক কেটে লাবীব ইকবাল-এর জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সাতক্ষীরার সদস্য শামিম বিল্লাহ, শিশু-কিশোরদের মধ্যে মাশরাফি বিন মালিক, মেহজাবিন সুলতানা সারা, মো. মুসা, ফজলে মইন ভূঁইয়া, কাজি ইফতেখার উদ্দিন মাশফি, নাফিউল ইসলাম হায়মন, প্রথম দাস রাজবীর, ফাইজা তাবাসসুম (কনক), রাইসা তাবাসসুম (জারা), নওশাদ বিন হেলাল, নাবাহা বিনতে হেলাল, তামজিদ আহমদ তানজীম, তাওফিক আহমদ তাহসিন, রেনেটা ফার্মাসিউটিক্যালসের মোস্তাকিম আহমদ। কেক কেটে জন্মদিন উদযাপনের পর লাবীব ইকবাল-এর হাতে একে একে জন্মদিনের উপহার তুলে দেন ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR), শামিম বিল্লাহ, মাশফি, মইন, হায়মন, কনক প্রমুখ। এরপর বেতার বিষয়ক আলোচনা সভায় দিদারুল ইকবাল (S21DAL) বলেন, ২ সেপ্টেম্বর ছিলো ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের ৮০তম স্বাধীনতা দিবস এবং ৭ সেপ্টেম্বর রেডিও ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি)‘র ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী এছাড়া ১১ সেপ্টেম্বর রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই)’র ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিবছরের মতো এবারও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এবং ভিওআই ফ্যান ক্লাব অব বাংলাদেশ দিবস ৩টি আনন্দঘন পরিবেশে উদযাপন করবে। এতে ক্লাবের যে কোন সদস্য অংশ নিতে পারবেন। লাবীব ইকবাল-এর জন্মদিনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কাজী আখতার উদ্দিন আহমেদ, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম (মেহরাজ), প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী, দৈনিক উত্তরপূর্বের সাব এডিটর ও অনলাইন নিউজ পোর্টাল আজকের সংবাদ২৪.কম এর সম্পাদক ফয়জুল আহমদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হক, সহ-সভাপতি মো. আফজল চৌধুরী, সদস্য মাওলানা মো. রফিকুল ইসলাম, লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায়, খাঁন চা বাগান ইউনিট, জৈন্তাপুর, সিলেটের সাধারণ সম্পাদক লোচন বাড়াইক, অন্যান্য জেলা ও উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ, দেশ-বিদেশের বিভিন্ন শ্রোতা ও শ্রোতাক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন বেতারের কর্মকর্তাবৃন্দ।