আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৫:৪৭ পূর্বাহ্ন
রবিবার, ০৯ মার্চ, ২০২৫   |   sonalisandwip.com
লায়ন্স ক্লাব অব মেট্রোপলিটন চিটাগং এর পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার রোগীদের সহায়তার জন্য যাকাত প্রদান

লায়ন্স ক্লাব অব মেট্রোপলিটন চিটাগং এর পক্ষ থেকে অদ্য ০৯/০৩/২০২৫ তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার রোগীদের সহায়তার জন্য ২ লক্ষ টাকা যাকাতের অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক, ক্যান্সার হাসাপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন লায়ন জেলা গভর্ণর জনাব এম এ মালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট ৩১৫ বি-৪ বাংলাদেশ এর লায়ন জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল এমজেএফ ও লায়ন জেলা ভাইস গভর্ণর লায়ন মুসলেহ উদ্দিন অপু এমজেএফ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা. লায়ন্স ক্লাব অব মেট্রোপলিটন এর প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান রুবেল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, সদস্য মো. সাইফুল আলম, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়–য়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জালাল উদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ^াস, এনাটমী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আসমা মোস্তফা, ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রোজিনা হক, উপ-পরিচালক (প্রশাসন)  মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং সুপারিনটেনডেন্ট  মিসেস রনজু কনা পাল প্রমুখ।

প্রধান অতিথি এম এ মালেক বলেন, এই ক্যান্সার হাসপাতালটি চট্টগ্রামবাসীর জন্য একটি বিরাট আশীর্বাদ। চট্টগ্রামের ক্যান্সার রোগীরা স্বল্প খরচে এখন এই সেন্টারে ক্যান্সারের রেডিওথেরাপিসহ পূর্ণাঙ্গ চিকিৎসা নিতে পারছেন। এই ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠায় সকলের অবদান রয়েছে। আমরা কারো এক টাকা অনুদানকেও ছোট করে দেখিনাই। প্রত্যেকেই তাদের অবস্থান থেকে আমাদের সহযোগিতা করেছেন। তিনি দ্বিতীয় ক্যান্সার মেশিন ক্রয়ের বিষয়েও উদ্যোগ নেয়া হবে মর্মে সভাকে অবহিত করেন।

এ ব্যাপারে দৈনিক আজাদী পত্রিকায় নিয়মিতভাবে বিজ্ঞাপন ছাপানো সহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগংকে ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তায় যাকাতের টাকা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে লায়ন্স নেতৃবৃন্দ  ও হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।