আজ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ || ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০১:১৬ অপরাহ্ন
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫   |   sonalisandwip.com
২৪’র ছাত্র আন্দোলনে সন্দ্বীপের শহীদ পরিবার সৈকতের পিতা মো: মাহবুবুর রহমানের হাতে সরকারি সহায়তার নগদ ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করছেন ইউএনও রিগ্যান চাকমা

ইলিয়াস কামাল বাবু ::

সন্দ্বীপে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০২৫ উদযাপিত হয়।

২১ শে ফেব্রুয়ারী সকাল ১০ টায়, কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।  

উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মানস নন্দীর সঞ্চালনায় এ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন - উপজেলা কৃষি কর্মকর্তা মো: মারুফ হোসেন।
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন-মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, জুলাই '২৪ আন্দোলনে সন্দ্বীপের শহীদ সৈকতের পিতা মো: মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান বাদশা, সন্দ্বীপ উপজেলা প্রকৌশলী মো: আবদুল আলীম, সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাহবুবুল হক, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সফিকুল আলম চৌধুরী।

সভাপতি'র বক্তব্য রাখতে গিয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন- বায়ান্নের ভাষা আন্দোলনের সিঁড়ি বেয়ে আমরা স্বাধীকার থেকে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে হাজার বছরের অর্জন আমাদের স্বাধীনতা। ২৪ এর আন্দোলনের সন্দ্বীপের শহীদ সহ সকল শহীদদের জানাই শ্রদ্ধা ও সম্মান।

সভাপতি'র বক্তব্য শেষে ইউএনও ২৪ এর ছাত্র আন্দোলনে সন্দ্বীপের শহীদ পরিবার, সৈকতের পিতা মো: মাহবুবুর রহমান এর হাতে সরকারি সহায়তা হিসেবে নগদ ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

সভায় কবিতা ও ছড়া আবৃত্তি করেন- সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সেক্রেটারী, নাট্যজন আবুল কাসেম শিল্পী, সন্দ্বীপ সাহিত্য পরিষদের সদস্য সচিব ইলিয়াস কামাল বাবু ও ভোরের পাখি সাহিত্য আড্ডার সভাপতি ইসমাইল হোসেন মনি।  

সভার শেষ পর্যায়ে দেশের স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের আত্মার শান্তি কামানায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন - সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স জামে
মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ ইউসুফ। 

দিবসের প্রথম প্রহরে রা ১২:০১ মিনিটে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের পক্ষ হতে কেন্দ্রীয় শহিদ মিনারে
পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ ছাড়া দিবস উপলক্ষে সন্দ্বীপ উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনসমূহ এবং সন্দ্বীপ প্রেস ক্লাব সহ সন্দ্বীপের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উদ্যোগে প্রভাত ফেরি ও শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।