বাদল রায় স্বাধীন (সোনালী সন্দ্বীপ) । ।
সন্দ্বীপে হিউম্যান টুয়েন্টিফোর ডটনেট এর আয়োজনে সাংবাদিকতায় নবীনদের উদ্ভুদ্ধ করতে সাংবাদিকতা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন হিউম্যান টুয়েন্টিফোর ডটনেট সম্পাদক সালেহ নোমান। কর্মশালা সমন্বয় করেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক নুর নবী রবিন ও সাংবাদিক মিজানুর রহমান টিটু।
কর্মশালায় একটি সংবাদ লিখতে গেলে ঐ সংবাদে কোন কোন ধরনের তথ্য থাকা বাঞ্চনীয়, সংবাদে তথ্যের উৎস কি হবে, ডে ইভেন্ট সংবাদ, ফিচার, অনূসন্ধানী রিপোর্ট ইত্যাদির মধ্যে মৌলিক পার্থক্য কি? অনলাইন, অফলাইন ও মাল্টি মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ সংগ্রহের প্রক্রিয়া, মফস্বল সাংবাদিকতায় কি কি সীমাবদ্ধতা থাকতে পারে, হলুদ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সাংবাদিকতা কি? সাংবাদিকতায় টিকে থাকতে কতটুকু চ্যালেজ্ঞ মোকাবেলা করতে হয় ইত্যাদি বিষয়ে ধারনা প্রদান করা হয়।
আয়োজক প্রতিষ্ঠানের কর্নধার সাংবাদিক সালেহ নোমান বলেন, প্রশিক্ষনার্থীদের আগ্রহ থাকলে আমরা কয়েকটি পর্বে এই প্রশিক্ষনের আয়োজন করবো।
প্রশিক্ষনে সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপন্থিত ছিলেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, এম এ হাশেম, সহ-সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ইনসাফ, দি গার্ডিয়ান পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি শামসুল আহসান খোকন, দৈনিক আমার সংবাদ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহসান জামিল ট্যাকনিক্যাল সেন্টারের ইন্সট্রাকটর অতুল প্রসাদ রায়, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সাবেক আহ্বায়ক নজরুল নাইম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান সহ প্রায় ৪০ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।