
আবদুল হান্নান হীরা ( চট্টগ্রাম )
চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপবাসীদের যে কোন দাবি দাওয়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সন্দ্বীপবাসী রাজনীতির উর্ধ্বে থেকে একসাথে কাজ করবে। বিশেষ করে আকবর শাহ থানাধীন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে বিপুল সংখ্যক প্রবাসী সন্দ্বীপবাসী বসবাস করছেন। বিভিন্ন সময়ে সন্দ্বীপবাসীকে নানা সমস্যায় সম্মুখিন হতে হয়। তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সবাইকে একসাথে কাঁধে কাঁধ রেখে সন্দ্বীপবাসীর পাশে মানবিকভাবে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
গত ১৭ই জানুয়ারী শনিবার আগ্রাবাদস্থ শিশু পার্কে সন্দ্বীপ ফাউন্ডেশন আকবরশাহ চট্টগ্রাম এর বার্ষিক মিলন মেলায় বক্তারা উপরোক্ত আহ্বান জানান। সন্দ্বীপ ফাউন্ডেশনের সভাপতি মো: আলা উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আকবর হোসাইন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসাইন এর যৌথ সঞ্চালনায় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সোহরাব হোসেন আল কোরআন তেলাওয়াত পাঠ করেন।
সার্বজনীন এ মিলন মেলায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যথাক্রমে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ সংসদীয় আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আকবরশাহ ও পাহাড়তলী আংশিক আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী সন্দ্বীপ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা ক্বারী দিদারুল মাওলা, চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আকবরশাহ ও পাহাড়তলী আংশিক আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর প্রতিনিধি বি এন পি নেতা মোঃ মোরসালিন, সন্দ্বীপ ফাউন্ডেশনের উপদেষ্টা আবু হানিফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ রিপন, বি এন পি নেতা ফোরকান উদ্দিন রিজভী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলমগীর হোসাইন, চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক মোশাররফ হোসাইন, মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু তাহের প্রমুখ। সন্দ্বীপ ফাউন্ডেশনের সভাপতি ও পিকনিক সমন্বয় কমিটির প্রধান মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন ৭ সদস্য বিশিষ্ট পিকনিক সমন্বয় কমিটির অন্যান্য সদস্য যথাক্রমে ফাউন্ডেশনের উপদেষ্টা আবু হানিফ, উপদেষ্টা জনাব নাছির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির বাবুল,সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসেন, সহ সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসাইনসহ সকলের প্রতি সার্বিক সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্ঘুম নিরলসভাবে যারা সময় শ্রম ও মেধা দিয়ে এই অনুষ্ঠানকে সার্থকতা দিয়েছেন যথাক্রমে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আকবর হোসাইন, অর্থ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন আপ্যায়ন সম্পাদক বাহার উল্যাহসহ সকলকে কৃতজ্ঞতা জানান।
সিনিয়র সহ সভাপতি আকবর হোসাইন ফরহাদ,সহ সভাপতি আনিসুর রহমান মুজিব, সহ সভাপতি ফজলুল কবির,সহ সভাপতি মাস্টার এ কে এম আবুল হাসান চৌধুরী,সহ সভাপতি আবুল কাসেম জসিম, সহ অর্থ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার মুসলিম উদ্দিন পিন্টু , প্রচার সম্পাদক সোহরাব ইরান,সহ প্রচার সম্পাদক আবদুর রহিম বাবুল, ক্রীড়া সম্পাদক আবু তাহের, শিক্ষা সম্পাদক আবু জাহেদ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুর রহমান নাসির, তথ্য প্রযুক্তি সম্পাদক আরাফাতের রহমান, নির্বাহী সদস্য খাজা মাইনউদ্দিন,নির্বাহী সদস্য মীর মোঃ মামুন,নির্বাহী সদস্য মোঃ ফয়সাল উদ্দিনসহ সকলের একান্ত সহযোগিতা এ আয়োজনকে সমৃদ্ধ করেছে।
যাদের অনুপ্রেরণা ও আর্থিক সহযোগিতা এ আয়োজনকে পূর্ণতা দিয়েছে - আলাউদ্দিন সিকদার, মাওলানা ক্বারি দিদারুল মাওলা,মাস্টার রিদোয়ানুল বারী,ডাঃ বদিউজ্জামান সুমন, মোঃ মাহফুজুর রহমান, সালাউদ্দিন শামিম, মোঃ আরমান এবং আরও অনেকে।
উপদেষ্টা মন্ডলী যথাক্রমে - এ.বি ছিদ্দিক, কুতুবউদ্দিন সোহাগ, হাজী শামসুদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ কামাল উদ্দিন, মাস্টার জসিম উদ্দিন প্রমুখ অকুণ্ঠ সমর্থন যুগিয়েছেন।
সন্দ্বীপ ফাউন্ডেশনের সন্মানিত আজীবন সদস্যগণ এবং প্রিয় সন্দ্বীপবাসীর সার্বজনীন ও প্রাণবন্ত অংশগ্রহণ এ মিলন মেলাকে সফল,সার্থক আকর্ষণীয় এবং সৌন্দর্যমন্ডিত করেছে। ওয়ান্ডারল্যান্ড পার্ক কর্তৃপক্ষ, লেকভিউ রেস্টুরেন্ট,গাড়ি সার্ভিস, বাবুর্চি মাসুমের টীমসহ সকলের সুনিপুণ বন্ধন ও টীম ওয়ার্ক ছিল দৃষ্টি নন্দন।
শিশুদের বিভিন্ন ইভেন্ট, ডাঃ নাফিসের সুরের মূর্ছনা,পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র এর আনন্দ মাতিয়ে রাখে পুরো দিন।
সমাপনী বক্তব্যে সভাপতি সকলকে প্রাণঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে সন্দ্বীপ ফাউন্ডেশন আকবরশাহ চট্টগ্রাম এর ভবিষ্যৎ পথ চলায় সাথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।