
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে । সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করে নেয়া হয়। . দুপুর দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে সেটি পৌঁছায় বিমানবন্দরে। পরে হাদিকে তোলা হয় এয়ার অ্যাম্বুলেন্সে।
এর আগেই ওসমান হাদিকে নিতে বেলা ১১টা ২২ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায় ঢাকার বিমানবন্দরে। তার সাথে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল। এর আগে রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ওসমান হাদিকে সোমবারই নেয়া হবে সিঙ্গাপুরে। সোমবার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। গত শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি।