আজ সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫ || ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ সোমবার, ০৫:১৫ পূর্বাহ্ন
রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এনাম নাহার মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক আমার সংবাদ এবং ডেইলি পোস্ট–এর প্রতিনিধি ইলিয়াছ সুমন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও দৈনিক প্রথম বাংলা প্রতিনিধি রিদুয়ানুল বারি, দৈনিক যায় যায় কাল প্রতিনিধি মাইনউদ্দীন, সাধারণ সম্পাদক ও দৈনিক কর্ণফুলি প্রতিনিধি মোবারক হোসাইন।

এ ছাড়া সভায় যোগ দেন যুগ্ম সম্পাদক ও দৈনিক কালবেলা এবং মানব কণ্ঠ প্রতিনিধি মাহামুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, সদস্য শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম রিয়াদ এবং যমুনা টেলিভিশনের প্রতিনিধি চারু মিল্লাত।

সভায় সংগঠনের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আগামী মাসের কর্মপরিকল্পনা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।