আজ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ || ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ রবিবার, ০৫:০০ পূর্বাহ্ন
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
ফিলিপাইন থেকে প্রচারিত রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

সোনালী সন্দ্বীপ প্রতিবেদক ::

ফিলিপাইন থেকে অনলাইনে প্রচারিত রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন, আরভিএ দিবস ও জুবিলী বর্ষ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এবারের দিবসকে কেন্দ্র করে মূলসুর হিসেবে বেছে নেওয়া হয়ে “আশার র্তীথযাত্রী: সত্য প্রচারে আমরা”।  
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) রাজধানী ঢাকার লক্ষ্মীবাজার আর্চবিশপ টি. এ. গাঙ্গুলী হল রুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।  
খ্রিস্টিয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক যোগাযোগ কমিশনের চেয়ারম্যান বিশপ জেমস্ রমেন বৈরাগী, খুলনা ধর্মপ্রদেশ। উপস্থিত ছিলেন রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার নিখিল গমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাল-পুরোহিত লক্ষ্মীবাজার ধর্মপল্লীর ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও, জেভেরিয়ান ফাদার পলাশ গমেজ, কারিতাস বাংলাদেশের পরিচালক (সিডিআই) থিওফিল নকরেক, মটস ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক জেমস গমেজ, মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পরিচালক প্রদীপ আগস্টিন গমেজ এবং রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাবেক প্রযোজক ওয়াই ডব্লিউ সি এ এর প্রিন্সিপাল মিসেস ফ্লোরেন্স গমেজ।  

শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) উপদেষ্টা মো. ওসমান গণি (ঢাকা), মহাসচিব নুর মোহাম্মদ (চট্টগ্রাম), প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী (শরিয়তপুর), সদস্য মো. সাইদুর রহমান সাফিন (শরিয়তপুর), সিরাজগঞ্জ জেলা ইউনিট সভাপতি মো. আরিফুল ইসলাম, রাউজান উপজেলা ইউনিট, চট্টগ্রাম সদস্য মো. আরাফাত ইসলাম; আশিক ইকবাল টোকন (রাজশাহী), এস এম আব্দুল্লাহ রানা (পাবনা), হ্যাপি সরদার ও এরফান আলী বিপ্লব (ঢাকা), জামাল আহমেদ সুবর্ণ ও আলো আহমেদ (ফরিদপুর), মো. শাহাদত হোসেন (কিশোরগঞ্জ), সোহেল রানা (কুষ্টিয়া), মঞ্জুরুল আলম রিপন (নাটোর), মিনহাজুল ইসলাম তারেক (দিনাজপুর), ফারুক আহমেদ (কুড়িগ্রাম), চান মিয়া (সিলেট), গৌর মোহন দাস প্রমুখ। উপস্থিত ছিলেন, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের বর্তমান প্রযোজক সিস্টার লাইলী রোজারিও আরএনডিএম ও রিপন আব্রাহাম টলেন্টিনো, সাবেক প্রযোজক ইভালুসি মারাক ও লিপি রড্রিক্স, সাবেক সহকারী সাগর কোড়াইয়া এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন, লর্ড রোজারিও এবং শান্তা রোজারিও।  

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো পবিত্র খ্রিস্টযাগ, জাতীয় সংগীত, পতাকা উত্তোলন, শপথ পাঠ, প্রদীপ প্রজ্জ্বলন, পবিত্র ধর্মগ্রন্থ কোরআন (পাঠ করেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিরাজগঞ্জ জেলা ইউনিট সভাপতি মো. আরিফুল ইসলাম), বেদ ও বাইবেল থেকে পাঠ, উত্তরীয় প্রদান, অতিথি ও শ্রোতাদের ফুল দিয়ে বরণ, শ্রোতাদের পরিচয় পর্ব, আরভিএ ডকুমেন্টারি প্রদর্শন, বিশেষ অতিথিদের বক্তব্য, শ্রোতাদের অনুভূতি প্রকাশ, ক্রেস্ট প্রদান, আরভিএ দিবসের কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ফাদার নিখিল গমেজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, দর্শক ও শ্রোতা বন্ধুরাই হচ্ছে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের প্রাণ। র্দীঘ এই ৪৫ বছরের পথ চলায় শ্রোতারাই রেডিও ভেরিতাসের মূল চালিকা শক্তি ও প্রেরণার উৎস। তিনি বলেন, নির্বাক মানুষের কন্ঠস্বর রেডিও ভেরিতাস এশিয়া। ভেরিতাস অর্থ সত্য। আর এই সত্য মানুষকে আলোর পথ দেখায়। এই সত্যকে মানুষের কাছে প্রচার করার জন্যই ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটিতে, রেডিও ভেরিতাস এশিয়া প্রতিষ্ঠা করা হয়। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সংলাপ, মিলন ও ভ্রাতৃত্ব গড়ে তোলা এবং সত্যকে প্রচার ও প্রকাশ করা । 

অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা ধর্মপ্রদেশ এবং সামাজিক যোগাযোগ কমিশনের চেয়ারম্যান বিশপ জেমস রমেন বৈরাগী বলেন, এবছর রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ ৪৫তম দিবস ও শ্রোতা সম্মেলন এবং খ্রিস্টের জন্মের জুবিলী বর্ষ উদযাপন করছে যা সত্যিই অনেক আনন্দের। কারণ এখানে খ্রিস্টান, মুসলিম, হিন্দু সকল শ্রোতারা একত্রে মিলিত হতে পেরেছি যা আন্তঃধর্মীয় সংলাপের একটি বহ্নি প্রকাশ। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ সকলকে নিয়ে একসাথে সত্য প্রচারে ও প্রকাশে কাজ করবে আমি এই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, প্রতিটি ধর্ম সত্য তুলে ধরতে অনুপ্রাণিত করে। কোন ধর্মই বলে না মিথ্যার আশ্রয় নিতে, আমাদের মৌলিক মূল্যবোধ হচ্ছে আমাদের সত্যের মানুষ হতে হবে। 

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা ও দর্শক এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL) তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের বিভিন্ন অনুষ্ঠান শুনে এবং দেখে আমার জীবনকে আমি অনেক পরিবর্তন করতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। তাই আমি রেডিও ভেরিতাস এশিয়া’র সকল কর্মী ভাই-বোনদের অনেক ধন্যবাদ জানাই তাদের সুন্দর আধ্যাত্নিক ও নৈতিক শিক্ষা মূলক অনুষ্ঠানের জন্য। আমি রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের সাথে আছি এবং সব সময় থাকব। এছাড়া তিনি রেডিও ভেরিতাসের আমন্ত্রণে ২০১৯ সালে ফিলিপাইনে ভ্রমণ এবং সেখানে অনুষ্ঠিত রেডিও ভেরিতাসের ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলা বিভাগের একমাত্র শ্রোতা হিসেবে অংশগ্রহণের সুযোগ পাওয়ার স্মৃতি ও আরভিএ সদর দপ্তর থেকে কিছু মাটি সংগ্রহ করে এনে নিজের ডিএক্স মিনি জাদুঘরে সংরক্ষণের রোমাঞ্চকর অনুভূতি ব্যক্ত করেন।      

অনুষ্ঠান সভাপতির বক্তব্যে খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু বলেন, আমরা সৌভাগ্যবান যে আমরা এখন বাংলাদেশ থেকে কো-অর্ডিনেটর পেয়েছি যার মাধ্যমে আমাদের বাংলাদেশকে আরো বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো । 

আলোচনা অনুষ্ঠান শেষে অতিথি ও শ্রোতাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রোতা প্রতিনিধি হিসেবে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL) ও নাটোরের মঞ্জুরুল আলম রিপন, আরভিএ কো-অর্ডিনেটর, অনুষ্ঠানের সভাপতি কেক কেটে আরভিএ দিবস উদযাপন করেন।  

উল্লেখ্য যে, ১৯৬৯ সালের ১১ এপ্রিল এশিয়ার ক্যাথলিক বিশপগণ রেডিও ভেরিতাস এশিয়া প্রতিষ্ঠা করেন সত্যকে মানুষের কাছে প্রচার করার জন্য। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটি থেকে এশিয়ার ২২টি ভাষায় বর্তমানে প্রায় ২০০ কোটির অধিক মানুষের কাছে এই সত্যবাণী প্রচার করা হচ্ছে। 
বাংলা ভাষায় রেডিও ভেরিতাস এশিয়া বা আরভিএ এর সত্য বাণী প্রচার শুরু হয় ১৯৮০ সালের ১ ডিসেম্বর, যা আজও চলমান রয়েছে। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ বর্তমানে বিশ্বের ৫৬টা দেশের মানুষ এই ওয়েব সাইট বিজিট করছে। আর বর্তমানে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ফেজবুকে ফলোয়ারস আছে ৩৬,২৫১ জনের অধিক। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভিউয়ার্স হচ্ছে (ক্রমানুসারে) চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, গাজীপুর, দিনাজপুর এবং বরিশাল জেলায়।