আজ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ || ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ১১:০৫ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
সন্দ্বীপের শিক্ষা কর্মকর্তার আচরণে শিক্ষা-ব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ণ- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা

সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আসলাম খানের পুনরাবৃত্ত অস্বাভাবিক ও দাপ্তরিক শৃঙ্খলাবিরোধী আচরণে সাম্প্রতিক সময়ে পুরো উপজেলায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। কয়েক মাস আগে তাঁর কার্যালয়ের সামনে অসঙ্গত আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন নাগরিকরা প্রশাসনের কাছে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব আবরার আজ এক যৌথ বিবৃতিতে বলেন—
“একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এমন আচরণ আমাদের শিক্ষাক্ষেত্রের পেশাদারিত্ব ও মর্যাদাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ”

তাঁরা আরও বলেন—
“সামাজিক মাধ্যমে প্রচারিত পূর্ববর্তী ভিডিওর পর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বদলি বা তদন্তের আওতায় আনার দাবিতে সন্দ্বীপবাসী ইউএনও মহোদয়ের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া অত্যন্ত হতাশাজনক। ”

নেতৃবৃন্দ উল্লেখ করেন যে—
সাম্প্রতিক সময়ে আবারও তাঁর দপ্তরে দায়িত্বপালনের সময় লুঙ্গি পরে চেয়ারে পা তুলে বসা, শরীরে পোশাকবিহীন অস্বাভাবিক অবস্থায় উপস্থিত থাকা—এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা একজন সরকারি কর্মকর্তার আচরণের সঙ্গে কোনোমতেই সামঞ্জস্যপূর্ণ নয়। এসব দৃশ্য সন্দ্বীপবাসীর ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দের দাবি সমূহ :
১. উপজেলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে জনাব আসলাম খানকে অবিলম্বে দপ্তর থেকে প্রত্যাহার বা বদলি করা হোক।
২. ঘটনাগুলো নিয়ে আনুষ্ঠানিক প্রশাসনিক তদন্ত শুরু করা হোক এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে দায়িত্ব থেকে বিরত রাখা হোক।
৩. শিক্ষা অফিসে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।

সভাপতি ও সাধারণ সম্পাদক আরো বলেন—
“সন্দ্বীপের শিক্ষা-ব্যবস্থা কোনো ব্যক্তির অনিয়ম বা অস্বাভাবিক আচরণের কারণে কলুষিত হতে পারে—এটা আমরা মেনে নিতে পারি না। ছাত্রসমাজের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন প্রশাসন অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”