
এম এ মন্নান (চট্টগ্রাম) ::
বিদ্যালয়ের ভিতরে চলছে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষা বাইরে কক্ষের সাথে ঠিক লাগোয়া মাঠে মহা ধুমধামের সাথে চলছে মেলার আয়োজন। বোয়ালখালী উপজেলা সদরস্হ গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে
আগামীকাল বুধবার উপজেলা প্রাণী সম্পদ বিভাগ আয়োজিত হতে যাচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর এ মেলা উদ্বোধন হবে। আজ যদি ও বা এ কেন্দ্রের শিক্ষার্থীদের দুই বেলাই পরীক্ষা রয়েছে। এ নিয়ে বেশ কয়েকজন অভিভাবক'কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায় - সারা দেশের মত সরকারী নির্দেশনা মোতাবেক গত ৬ নভেম্বর হতে ভোকেশনাল বোর্ড পরীক্ষা, ২০ নভেম্বর হতে স্কুলটিতে বার্ষিক পরীক্ষা চলে আসছে। আগামীকাল বৃহস্পতিবার হতে আবার এসএসসি টেস্ট পরীক্ষা আরম্ভ হবে। সব মিলিয়ে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে আজ বুধবার থেকে বসছে এ মেলা।
ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের পাশাপাশি উৎসুক মানুষের ঢল নামত পারে আজকের এ মেলায় । তাছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের মাইক বা সাউন্ডের শব্দে পরীক্ষার্থীদের পক্ষে ঠিকমত পরীক্ষা দেয়া সম্ভব হবে কিনা এ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে।
রেহেনা আকতার ও মোঃ রফিক নামের দুজন অভিভাবককে মেলার স্হলেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলতে শুনা গেছে আমাদের সন্তানদের দীর্ঘ একবছরের সাধনা এ পরীক্ষা। কিন্তু পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ভেতর এমন মেলার আয়োজন অবিবেচকমূলক সিদ্ধান্ত। এর কারণে আমাদের সন্তানদের পরীক্ষায় যদি এতটুকু ব্যাগাত ঘটে তাহলে এর সমস্ত দায়-দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ কে নিতে হবে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারাঁ।
জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ বলেন- উপজেলা নির্বাহী অফিসার ও পানি সম্পদ কর্মকর্তা মৌখিকভাবে আমার কাছ থেকে অনুমতি নিয়েছেন উনারা বলেছেন শিক্ষার্থীদের যেন অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং মাঠে আলোচনা সভা ও সাউন্ড ব্যবহার করবেন না তাহলে তো শিক্ষার্থীদের অসুবিধার কথা হওয়ার কথা নয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুমন তালুকদার বলেন-শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে দুপুরের ৪৫ মিনিট গেফ থাকার সময় আমাদের অনুষ্ঠানের আলোচনা সভা হবে শিক্ষার্থীদের অসুবিধা হওয়ার কথা নয় কারণ আমরা পরীক্ষার সময় সাউন্ড সিস্টেম ব্যবহার করবো না এবং পরীক্ষার্থীদের জন্য স্টলে ডিম, দুধের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান