আজ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ || ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ বুধবার, ১১:০৫ পূর্বাহ্ন
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
নুরজাহান তালুকদার এর মৃত্যুতে এস এম লজিস্টিক পরিবারের  শোক প্রকাশ 

আবদুল হান্নান হীরা (সোনালী সন্দ্বীপ) চট্টগ্রাম :: 

চট্টগ্রাম তথা সারাদেশে সুপরিচিত, সুপ্রতিষ্ঠিত এস এম লজিস্টিক এর ব্যাবস্হাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম মন্জুর মমতাময়ী মা নুরজাহান তালুকদার (৮৫) গত ২২ নভেম্বর রাত ১০ টা ২৫ মিনিট বাধ্যকজনিত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বারডেম হাসপাতাল ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  

মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৫ কন্যা সন্তান, পুত্রবধূ, জামাতা, নাতী, নাতনি সহ অসংখ্য  গুণগ্রাহী, আত্মীয় স্বজন রেখে যান।

গত ২৩ নভেম্বর বাদ যোহর মরহুমার পারিবারিক  তালুকদার বাড়ী মসজিদ পেশ ইমাম এর ইমামতীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এস এম লজিস্টিক এর ব্যাবস্হাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম মন্জুর মমতাময়ী মা  নুরজাহান তালুকদার‘র মৃত্যুতে এস এম লজিস্টিক এর পরিবারের সকল কর্মকর্তা ও কর্মচারী সহ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আরিফ হুসাইন শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।