আজ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ || ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ শনিবার, ০১:৪১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজ’র বার্ষিক শ্রেণি সমাপনী,  ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আব্দুল হান্নান হিরা (সোনালী সন্দ্বীপ) চট্টগ্রাম ::

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বটতলী কুলগাঁওস্থ মিলেনিয়াম পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক শ্রেণি সমাপনী, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক সুপ্রিয় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তরা বলেন, ২০২১-২০২২ সাল হতে অনলাইনে ক্লাস নেওয়ার সুবাদে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে মোবাইল ডিভাইস তুলে দিলে শিক্ষার্থীরা মোবাইল আসক্তিতে মানসিক অসুস্থ হয়ে পড়েছে, পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়েছে।

এ শিক্ষার্থীদেরকে মোবাইল আসক্তি হতে বেড়িয়ে আসতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যেন নিজ নিজ কক্ষে দরজা বন্ধ করে অভিভাবকদেরকে ফাঁকি দিয়ে মোবাইল ব্যবহার না করতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সৌরভ কুমার ধর, মোহাম্মদ মিনারুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ রুবেল, মোহাম্মদ শহীদ উদ্দিন, মোহাম্মদ আরিফুর রহমান, রাজিব বড়ুয়া, অনিক দেওয়ানজী, শ্রীমান বড়ুয়া, রুমা আক্তার, শাহাজান রিংকী, মর্জিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, জিন্নাত আরা বেগম, আঞ্জুমান আরা মুক্তা, মারজান আক্তার পিয়া, পপি বড়ুয়া, কানিজ ফাতেমা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত পাঠ করেন শিক্ষার্থী নাহিদ হোসেন দিহান, গীতা পাঠ করেন অদ্রি চৌধুরী।

দু’দিন ব্যাপী ৪০টি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে ও শ্রেণি শিক্ষা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।