
‘আজকের ছোট সঞ্চয়ই হতে পারে আগামী দিনের বড় পুঁজি’— এই বার্তা নিয়েই ওয়ান ব্যাংক লিমিটেডে হালিশহর শাখা সম্প্রতি ন্যাশনাল গ্রামার স্কুলে আয়োজন করে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন। ক্যাম্পেইনের নেতৃত্ব দেন টিম লিডার ও অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস ম্যানেজার জিয়াউল ইসলাম চৌধুরী, আর সহযোগিতা করেন স্কুলের পরিচালক কেফায়েত উল্লাহ কায়সার।
অনুষ্ঠানে জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, “ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। ব্যাংকের মাধ্যমে সঞ্চয় শেখার সুযোগ পেলে তারা ভবিষ্যতে আর্থিকভাবে আরও সচেতন নাগরিক হয়ে উঠবে। ”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এসপিও ও রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মদ খিজির আলম, অ্যাসোসিয়েট কাস্টমার সার্ভিস অফিসার নওশিন জেরিন ও উম্মে তাসনিম এবং ট্রেইনি বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অমিত দাস গুপ্ত ও জয়া বিশ্বাস।
স্কুলের পরিচালক কেফায়েত উল্লাহ কায়সার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ছোটবেলায় সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে বড় হয়ে তা অনেক কাজে লাগে। শিক্ষার পাশাপাশি অর্থব্যবস্থার ব্যবহারিক জ্ঞানও গুরুত্বপূর্ণ। ” অনুষ্ঠানে স্কুলের শিক্ষকবৃন্দ আকাশ মাহমুদ, সুফিয়া খানম, এ্যালিনা শারমিন নাহিদ, ফারজানা আক্তার, রাহাত আরা তিশা, ফাহামিদা ইয়াছমিন, নুরজাহান পলি, নুসরাত জাহান ও শিরিন আক্তার উপস্থিত ছিলেন।