আজ শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫ || ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ শনিবার, ০৫:৩৬ পূর্বাহ্ন
শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫”-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের তরুণ সমাজকর্মী, জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়ায় দিদারুল ইকবাল (S21DAL - সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) নামে বহুল পরিচিত।

কর্তৃপক্ষ ইতোমধ্যে তাঁর এই মনোনয়ন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। দিদারুল ইকবাল (S21DAL) দেশ-বিদেশের বিভিন্ন রেডিও অনুষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য ও অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের মাধ্যমে গ্রামগঞ্জ, দুর্গম এলাকা, শহর-বন্দর, বস্তি, পাহাড় ও চরাঞ্চলসহ সর্বস্তরের জনপদে বসবাসরত হতদরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণসচেতনতা, উন্নয়নমূলক তথ্য ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি, সরকারি ও বেসরকারি সেবা, জীবনঘনিষ্ঠ যাবতীয় তথ্য তুলে ধরে সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তিনি বেতারের তথ্য সমাজে সরবরাহের মাধ্যমে সমাজকে সচেতন ও ইতিবাচক সামাজিক পরিবর্তন করে ঐ শক্তিকে সম্পদে রূপান্তর করতেই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর এই নিরবচ্ছিন্ন অবদানকে বিবেচনায় এনে স্টার বাংলাদেশ মিডিয়া ও দৈনিক অভিযোগ বার্তা’র পক্ষ থেকে তাঁকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। দিদারুল ইকবাল (S21DAL) প্রতি বছর সমাজে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ করে যৌতুক প্রথা বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, কুসংস্কার, মানুষকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত করা, মাদক প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা, আবহাওয়া-জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা, বজ্রপাত, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, সমাজে সুশাসন প্রতিষ্ঠা এবং আইন মেনে চলতে মানুষকে উৎসাহিত করা সহ নির্দিষ্ট বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা, উঠান বৈঠক, কর্মশালা, প্রদর্শনী, প্রচারপত্র বিতরণ এবং প্রচারণার মাধ্যমে তথ্য ছড়িয়ে দিয়ে যাচ্ছেন।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, প্রতিবন্ধীদের সহায়তা, খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য ক্যাম্প ও উপকরণ বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আইসিটি, শিক্ষা ও শিক্ষা সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, রেডিও সেট বিতরণ, বিনোদন, খেলাধূলা ইত্যাদি সামাজিক বিষয় নিয়ে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের মাধ্যমে দিদারুল ইকবাল (S21DAL)’র নেয়া পদক্ষেপ গুলো সাহসী, চ্যালেঞ্জিং ও সময়োপযোগী হওয়ায় ইতিমধ্যে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং তিনি বাংলাদেশ বেতার ছাড়াও রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া, চীন আন্তর্জাতিক বেতার, রেডিও ভেরিতাস এশিয়া ফিলিপাইন, আউটরিচ ভারত থেকে একাধিক আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি তিনি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করেছেন।

আগামী শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল ৫টায় ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে সমাজের বিভিন্ন সেক্টরে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন সফল ও অনুকরণীয় ২জনকে “স্টার অ্যাচিভার্স লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৫” এবং বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ৩০জনকে “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৫” এ ভূষিত করে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হবে।