
সোনালী সন্দ্বীপ প্রতিবেদক ::
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড- ২০২৫” পেয়েছেন চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার হরিশপুর ইউনিয়নের তরুণ সমাজকর্মী, জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়ায় দিদারুল ইকবাল (S21DAL - সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) নামে বহুল পরিচিত।
৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে, “শেরে বাংলার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা” অনুষ্ঠানে তাঁকে এ পদক দেওয়া হয়।
অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী ও শেরে বাংলার দৌহিত্র সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র প্রথম চেয়ারম্যান এবং সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ তাঁর হাতে পুরস্কার তুলে দেন। দিদারুল ইকবাল (S21DAL) একজন পেশাদার সমাজকর্মী, সংগঠক ও রেডিও এক্টিভিস্ট।
তিনি দেশ-বিদেশের বিভিন্ন রেডিও অনুষ্ঠান থেকে পাওয়া তথ্য ও অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের মাধ্যমে গ্রামগঞ্জ, দুর্গম এলাকা, শহর-বন্দর, বস্তী সর্বস্তরের জনপদে বসবাসরত হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে গণসচেতনতা তৈরী, উন্নয়নমূলক তথ্য ও জ্ঞান বিনিময়ের পাশাপাশি, সরকারি ও বেসরকারি সেবা, জীবনঘনিষ্ঠ যাবতীয় তথ্য তুলে ধরে সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
ক্লাব থেকে বেতারের তথ্য সমাজে সরবরাহের মাধ্যমে সমাজকে সচেতন ও ইতিবাচক সামাজিক পরিবর্তন করে ঐ শক্তিকে সম্পদে রূপান্তর করতেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দিদারুল ইকবাল (S21DAL)।
সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর এই নিরবচ্ছিন্ন অবদানকে বিবেচনায় এনে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে এই মর্যাদাপূর্ণ “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫” স্বীকৃতি প্রদান করা হয়।
সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), শরিয়তপুর জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম এ মতিন, বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এক্স-ফোর্সেস এসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.), এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোশাররফ হোসেন, ডিসিআই ঢাকার নির্বাহী পরিচালক ফখরুল ফেরদৌস, ইকরায় ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক এইচ এম মুশফিকুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. আর কে রিপন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাসচিব এম. এইচ আরমান চৌধুরী।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও এটিএন বাংলার উপস্থাপিকা তানিয়া আফরিন।