আজ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ || ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৯:৪৮ অপরাহ্ন
বুধবার, ০১ অক্টোবর, ২০২৫   |   sonalisandwip.com
হাসপাতালের আজীবন সদস্য ও আগ্রাবাদ সিডিএ’র বাসিন্দা মরিয়ম আমিন কর্তৃক হাসপাতালের গরীব রোগীদের জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান

 চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য ও আগ্রাবাদ সিডিএ’র বাসিন্দা মরিয়ম আমিন কর্তৃক হাসপাতালের গরীব রোগীদের জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। গত ২৯ সেপ্টেম্বর তিনি উক্ত অনুদানের চেক হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর নিকট হস্তান্তর করেন।

এসময় কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, সিনিয়র একাউন্টস অফিসার আবুল মনসুর ও এইচআর অফিসার জনাব ইয়াছির আরাফাত উপস্থিত ছিলেন।

কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন গরীব রোগীদের সাহায্যার্থে এই অনুদানের জন্য মিসেস মরিয়ম আমিনকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি হাসপাতালের গরীর রোগীদের চিকিৎসা সহায়তায় হাসপাতালের যাকাত তহবিলে আসন্ন রমজান মাসে যাকাত প্রদানের জন্য অনুরোধ করেন।