আবদুল হান্নান হীরা (সোনালী সন্দ্বীপ) চট্টগ্রাম ::
চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুলর রহমান মুন্সি অডিটরিয়ামে গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাহমুদ হারুন ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দরের ট্রেনিং ম্যানেজার কুদরত-ই-খুদা।
বিগত ২০২৩-২০২৫ সালের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম নান্টু। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মুহাম্মদ আফছার উদ্দিন।
সভায় আগামী ২০২৫-২০২৭ কমিটি গঠনের লক্ষ্যে দুইটি পদ সৃষ্টি অনুমোদন করা হয়। এ জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর প্রাক্তন সভাপতি ও নির্বাহী প্রকৌশলী অব: মেরিন মুহাম্মদ ইমাম হোসেন, ইস্টার্ন রিফাইনারী ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলমগীর, আব্দুল্লাহ আল বিপ্লব, সিডিএ’র ডিপ্লোমা প্রকৌশলী মুহাম্মদ আব্দুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্ববধায়ক প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিডিএ’র মুহাম্মদ আব্দুর রহমান, চট্টগ্রাম ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী (অব:) মুহাম্মদ নুরুল আবসার, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন সংসদ পরিষদের আহ্বায়ক মুহাম্মদ রহিম উল্লাহ, সদস্য সচিব এস.এম. তারেক, বি.কে.টি.টি.সি’র মুহাম্মদ জিয়াউদ্দিন।
আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুর রহমান, দপ্তর সম্পাদক এম.এম. আব্দুল রাকিব চৌধুরী, প্রচার সম্পাদক জহিরুল জহুরুল ইসলাম উমির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেজবাহ উদ্দিন সালেহ, নির্বাহী সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন, সুমন দাশ, মুহাম্মদ সাগির আজম, রাকিব হোসাইন, মোঃ নাহিদ হাসান সুমন, আব্দুল্লাহ আল নাঈম প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুহাম্মদ হারুন ভূইয়াকে অবসর জনিত বিদায় সংবর্ধনা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।