মোবারক হোসেন ভূঁইয়া (সোনালী সন্দ্বীপ), চট্টগ্রাম ::
গো-এডুকেট কনসালটেন্সি এবং ইউনিক সল্যুশন বিডি-এর যৌথ উদ্যোগে শিক্ষা বিষয়ক এক সেমিনার গত মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর২০২৫ বিকেল ৫ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, কনসালটেন্সি সার্ভিস, ভিসা প্রসেসিং ও নানাবিধ সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF)-এর মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “চট্টগ্রামে দীর্ঘদিন পর একটি শিক্ষাবান্ধব ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দিক। ”
এছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। প্রাইভেট শিক্ষার্থীদের সংগঠন PUNAB-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের কো-অর্ডিনেশন করেন গো-এডুকেট’র সিওও সৈয়দ নাদিমুল আহসান । তিনি বলেন, যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায় তারা এখন চট্টগ্রাম থেকে সহজে ইউনিভার্সিটিতে ভর্তি ও ভিসা প্রসেসিং সহ কাজ কাজকর্ম চট্টগ্রাম থেকে করতে পারবেন। তিনি আগ্রহীদের সরাসরি +8801323927604 এই নাম্বারে যোগাযোগ করেতে অনুবাদ করেছেন।