ফিলিপাইনের মেট্রো ম্যানিলা, কুইজন সিটিতে অবস্থিত রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ)-এর নতুন জেনারেল ম্যানেজার হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন ফাদার ফেলমার কাস্ট্রোডস ফিয়েল, এসভিডি।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদায়ী জেনারেল ম্যানেজার ফাদার ভিক্টর এফ সাদায়া সিএমএফ, রেডিও ভেরিতাসের প্রোগ্রাম পরিচালক এবং এফএবিসি, ওএসসি এর র্নিবাহী সচিব ফাদার জন মি শেন সহ রেডিও ভেরিতাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সেই সাথে অনলাইনের মাধ্যমে অন্যান্য দেশ থেকে যুক্ত হন রেডিও ভেরিতাসের কিছু সংখ্যক কো-অর্ডিনেটরগণ। নোভালি চার্চ এর বিশপ ও প্রেক বোর্ডের হিসাবরক্ষক রবার্তো গা দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন। ফাদার মি শেনের ক্ষুদ্র প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং পরে সেবা কর্মীদের সংক্ষিপ্ত পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
ফাদার ফেলমার কাস্ট্রোডস ফিয়েল, এসভিডি রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ)’র জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আরভিএ-র আমন্ত্রণে ২০১৯ সালে ফিলিপাইনে অনুষ্ঠিত ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী একমাত্র শ্রোতা প্রতিনিধি দিদারুল ইকবাল (S21DAL), প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম (S21MIR), আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা কাজী আখতার উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম (মেহরাজ), প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল এবং ক্লাবের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ)’র বিদায়ী জেনারেল ম্যানেজার ফাদার ভিক্টর এফ সাদায়া অনুষ্ঠানে তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, র্দীঘ নয় বছর তিনি আরভিএ পরিবারের জন্য কাজ করেছেন তাঁর এই সেবাকাজে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরো উল্লেখ্য করেন, তাঁর দায়িত্বের সময়েই আরভিএ একটি ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যায় অর্থাৎ শর্টওয়েভ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর হয়। সেই সাথে অনলাইন প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম চালু করা হয় যেন ডিজিটালের সাথে আরভিএ তার প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারে। তার দায়িত্বকালীন সময়ে আরভিএ এর আরো কিছু গুরুত্বপূর্ণ অর্জনের কথাও তুলে ধরেন তিনি যেমন; রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ)’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণ জয়ন্তী উদযাপন, প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে ইউনিটাস এশিয়া কর্পোরেশন প্রতিষ্ঠা, মিউজিয়াম নির্মাণ, অডিটোরিয়াম এবং স্যোশাল হলের সংস্কার ইত্যাদি। সকলের প্রচেষ্টায় আরভিএ’র দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারাকে তিনি তার জীবনের “এক পরম সম্মান” হিসেবে উল্লেখ্য করেন ফাদার সাদায়া। সেই সাথে ভবিষ্যতেও তার সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
নোভালি চার্চ এর বিশপ রবার্তো গা তার বক্তব্যে বিদায়ী জেনারেল ম্যানেজার ফাদার ভিক্টর এফ সাদায়া সিএমএফ-কে তাঁর সমস্ত কাজের নিষ্ঠা এবং আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং নব নিযুক্ত জেনারেল ম্যানেজার ফাদার ফেলমার কাস্ট্রোডস ফিয়েল, এসভিডি-কে আন্তরিকভাবে স্বাগত জানান। সেই সাথে সকল প্রকার সহযোগিতা ও সহায়তাদানের আশ্বাস প্রদান করেন।
ফাদার ভিক্টর তার বিদায়ী প্রতীকী স্বরূপ একটি কার্ডবোর্ডের চাবি ফাদার ফেলমার ফিয়েল-কে প্রদান করেন যার প্রতীকী হিসেবে “সব দরজার চাবি” হিসেবে অভিহিত করা হয়।
নব নিযুক্ত ফাদার ফেলমার ফিয়েল তার এই নতুন দায়িত্ব গ্রহণকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে গ্রহণ করেছেন এবং সবার সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ্য নব নিযুক্ত ফাদারকে মনোনয়নকালে ম্যানিলার আর্চবিশপ সহ অন্যান্য বিশপগণ তাকে শুভেচ্ছা প্রদান করেন। এছাড়া আর্ন্তজাতিক পর্যায়ের মিডিয়ার কর্মী ও শুভাকাঙ্খীগণও ফাদার ফেলমারের এই নতুন যাত্রায় “এশীয় খ্রিস্টর্ধমের কণ্ঠস্বরকে” ভবিষ্যতের সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।