আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন সিকদার-এর পক্ষে নির্বাচনী পরিচালক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও জামায়াত মনোনীত চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন সিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন -'দাঁড়িপাল্লার প্রতীক হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। এ প্রতীকের বিজয় মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা। আমরা চাই জনগণের ভোটাধিকার সুরক্ষিত হোক, অন্যায়-অবিচারের শাসন বন্ধ হোক। আজকের এই সমাবেশ থেকে আমি প্রত্যেক পরিচালক ও দায়িত্বশীলকে আহ্বান জানাই, আপনারা ঘরে ঘরে গিয়ে জনগণকে দাঁড়িপাল্লার পক্ষে সংগঠিত করুন। আপনারাই হচ্ছেন এ আন্দোলনের মূল শক্তি। ইনশাআল্লাহ জনগণ আমাদের সঙ্গে আছে, দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে। '
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ছিলেন- জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা,সন্দ্বীপ উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাওলানা সিরাজুল মাওলা, সন্দ্বীপ উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খাঁন, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা সবুর খাঁন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, পেশাজীবী সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ,মুছাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাজিম উদ্দীন সিরাজী।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। তৃণমূল পর্যায়ে সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।