আজ শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫ || ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৩:০১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫   |   sonalisandwip.com
কার্গিল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’র ২০২৫-২৭ মেয়াদের কমিটিতে সভাপতি প্রফেসর ডা. মো: মনিরুল আলম ও সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন

আবদুল হান্নান হীরা (সোনালী সন্দ্বীপ), চট্টগ্রাম :: 

সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কার্গিল সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫-২৭ কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ।

নগরীর  হালিশহর নয়াবাজারের মাতৃভূমি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শামসুল মাওলা মনি সদ্য নির্বাচিত পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূর্নাঙ্গ কমিটি তুলে দেন ।

এই সময় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার এডভোকেট এম বারী ও নির্বাচন সদস্য সচীব মো: মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন ।

কার্গিল সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নব নির্বাচিত কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন-

সভাপতি পদে প্রফেসর ডা. মো. মনিরুল আলম (ব্যাচ-১৯৮২), সহসভাপতি পদে. সাইফুর রহমান লিংকন (ব্যাচ-১৯৮০),  আবদুল হাই খান (ব্যাচ-১৯৭৭), রুহুল মহিদ চৌধুরী পিন্টু (ব্যাচ-১৯৮৪), আকতার জামান শাহীন (ব্যাচ-১৯৮৯), মোশারফ হোসেন দিদার (ব্যাচ-১৯৮৯), সাধারণ সম্পাদক পদে মো. আলতাফ হোসেন (ব্যাচ-১৯৯৩), যুগ্ম সাধারণ সম্পাদক পদে  মুজিবুর রহমান জাহিদ (ব্যাচ-১৯৯৩), অর্থ সম্পাদক  পদে  আনোয়ার হোসেন মিলন (ব্যাচ-১৯৮৮), সাংগঠনিক সম্পাদক পদে  ইঞ্জিনিয়ার আবু ইউসুফ (ব্যাচ-১৯৯৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক  পদে আবদুল হালিম নাছির (ব্যাচ-১৯৯৩),মহিলা বিষয়ক সম্পাদক পদে কানিজ ফাতেমা সুমি (ব্যাচ-১৯৮৯), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  পদে, হাসান মাহমুদ রিয়াদ (ব্যাচ-২০০৭), আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে 
 তৈমুর আহমেদ মিঠু (ব্যাচ-১৯৮৯), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে কামরুল হাসান রাজিব (ব্যাচ-১৯৯৮), দপ্তর সম্পাদক  পদে এস এম মসিউল আলম শিবলী (ব্যাচ-১৯৯৫), কার্যনির্বাহী সদস্য হয়েছেন, নিজাম উদ্দিন রিজভি (ব্যাচ-১৯৮৩), সাখাওয়াত হোসেন নাছির (ব্যাচ-১৯৮৫), আকতার হোসেন সাহাব (ব্যাচ-১৯৮৩), মো. আনোয়ার হোসেন (ব্যাচ-১৯৮৬), আলাউদ্দিন বাবলু (ব্যাচ-১৯৯২), এস এম ফেরদৌস দিনার (ব্যাচ-১৯৯২), আতিকুর রহমান (ব্যাচ-১৯৯৩), শামীম বাহার দিলদার (ব্যাচ-১৯৯৪), শামীমা রোকসানা (ব্যাচ-১৯৯৩), মহিদুল মাওলা শিপু (ব্যাচ-২০০৫), আলী হাসান মিন্টু (ব্যাচ-২০০৭) ।

উল্লেখ্য, ৯৩ ব্যাচে মাধ্যমে ১৯৯৯ সালে কার্গিল সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠন করা হয় । স্কুল এবং শিক্ষার্থী নিয়ে নানান উন্নয়ণমুলক কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে সন্দ্বীপ আলোচিত এই সংগঠনটি।