গুজবের আগুন
– বাদল রায় স্বাধীন
-
গুজব এখন গজব হয়ে, জ্বালায় আগুন দেশে,
অস্থিরতায় হারায় প্রাণ,মানুষ বুঝে শেষে।
ধর্ম নিয়ে গুজব বেশি, রাজনীতিরই খেল,
সৎ লোকে ফাঁদে পড়ে, মিথ্যার কাছে ফেল।
ভালো মানুষ গুজবে,দানব সেজে যায়,
সত্য-মিথ্যা বোঝার শক্তি, তখন কারো নাই।
গুজব এখন নতুন কৌশল, দেশ করে অস্থির,
অন্যায়ের কাছে সবাই, নত করে শির।
চরিত্র আর অপরাধের,ধোঁয়া তুলে আরো,
মাঝখান দিয়ে অসৎ লোকের,স্বার্থ পোয়াবারো।
হঠাৎ ক্রোধে আগুন জ্বলে, ভাঙচুর চারিদিক,
মানবতার লাশ পড়ে যায়, রক্তে রাঙে পথিক।
গুজব ছড়ায় মুহূর্তে আজ,ফেইক আইডিরই জোরে,
মিথ্যা রটে সারাদেশে, সত্যি চাপা পড়ে।
কুচক্রীরা হাসে তখন, আগুন জ্বালায় সুখে,
গুনীজনে দগ্ধ হয়,অন্ধকারের দুখে।
সবারই তাই প্রতিজ্ঞা হউক,,গুজব প্রতিরোধ,
সত্যের পথে আসুক সবাই,জাগুক বিবেক বোধ।
মানবতার জয় হোক শেষে, নিভে যাক সব বিষাদ,
মিথ্যা হবে অপসৃত,সত্যের হবে আবাদ।
--------------------------------(১৯আগষ্ট ২০২৫)