মোবারক হোসেন ভূঁইয়া ::
চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়ে গেল উদ্যোক্তা সংগঠন ইয়েস ২১ স্কুলের ১০০০তম দিন উদযাপন অনুষ্ঠান।
গত ২৬ আগস্ট২০২৫, মঙ্গলবার বিকাল ৩ টায় আবৃত্তি শিল্পী এবং গীতিকবি লায়ন মোঃ এনায়েত হোসাইন পলাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক লায়ন সৈয়দ আবুল কালাম আজাদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এইচ এম ফোরকান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলার বাঙ্গাল হালিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আইয়ুব নূরী।
প্রধান আলোচক বক্তব্য রাখেন, ইয়েস ২১ স্কুলের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিএইচডি ফেলো, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ডেপুটেশন, টেইনিং ওয়িং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মোহাম্মদ সৈয়দুল আলম সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন, দৈনিক আমাদের বাংলার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, বিকেয়ার কসমেটিকস এন্ড নিউট্রিশন ফুড এর ব্যবস্থাপনা পরিচালক, মোঃ শহিদুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জাতিয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোরশেদ আলম।
পরিবর্তনে আনে সমৃদ্ধি এবং শৃঙ্খলাই জীবন এই প্রতিপাদ্যকে সামনে নিয়েই ১০০০ তম দিনকে অভিবাদন জানালো ইয়েস্ ২১ স্কুল।
এই সময় বক্তারা বলেন- সমাজ ও মানুষের জীবন বোধের উন্নয়নে ইয়েস ২১ স্কুল একটি ব্যতিক্রমী প্রয়াস। বক্তারা আরও বলেন- চিন্তা ও চেতনায়, মেধা ও মননে আমরা যদি একটি সুশৃংখল এবং সুস্থ্য সমাজ প্রতিষ্ঠা করতে পারি তাহলে একটা সুশৃংখল জনগোষ্ঠী এবং সুস্থ্য, সুন্দর দেশ তৈরি করা সম্ভব।
ইয়েস ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং হ্যাপি লাইফ প্রোগ্রামের উপস্থাপনা করেন ইয়েস ২১ স্কুলের প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম খাঁন।
ইয়েস ২১ স্কুলের ০৭ জন এচিভার দায়িত্বশীলের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং ৯১ জন ইয়েস ২১ স্কুল সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অতিথিবৃন্দের মাঝে ও ক্রেস্ট প্রদান করা হয়। নৈপুণ্যে ভরা সুন্দর, সাবলীল উপস্থাপনার জন্য উপস্থাপক লায়ন মোঃ এনায়েত হোসাইন পলাশকেও ক্রেস্ট প্রদান করা হয়।
ইয়েস ২১ স্কুলের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম খাঁন, অনুষ্ঠানের সভাপতি লায়ন সৈয়দ মোঃ আবুল কালাম আজাদকেও ক্রেস্ট প্রদান করা হয়।
সামাজিক, মানবিক এবং উদ্যোক্তা সংগঠন হিসেবে ইয়েস ২১স্কুল তার দীর্ঘ পথচলায় একটি সমৃদ্ধ অবকাঠামো এবং সমৃদ্ধ জীবনমান নিশ্চিত করতে পারবে বলে সকলের দৃঢ় বিশ্বাস।