আজ সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫ || ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ সোমবার, ০৩:১১ পূর্বাহ্ন
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫   |   sonalisandwip.com

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মগধরা ইউনিয়নের উদ্যোগে আজ শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ ইং বিকাল ৪টায় এক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মোহাম্মদ আলাউদ্দীন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শ্রমজীবী ও পেশাজীবী মানুষই দেশের প্রকৃত চালিকাশক্তি। তাদের ঘাম-রক্তের বিনিময়ে দেশের অর্থনীতি সচল থাকে। অথচ তারা আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের জন্য সুবিচার, সঠিক মজুরি, কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিকদের সম্মান না দিলে কোনো জাতিই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। ”

তিনি আরো বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত। আমাদের অঙ্গীকার হলো— শ্রমিক, কৃষক, মেহনতি মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করা।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবু তাহের, উপজেলা তথ্য ও প্রচার সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শাহেদ খাঁন,উপজেলা যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান,মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সায়েদুল ইসলাম, হারামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সন্দ্বীপ উপজেলার সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে স্থানীয় শ্রমজীবী, পেশাজীবী,কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।